You will be redirected to an external website

Dark Circles: চোখের নীচের কালি দূর করতে ভরসা রাখুন ৩ আসনে

Dark-Circles:-চোখের-নীচের-কালি-দূর-করতে-ভরসা-রাখুন-৩-আসনে

চোখের নীচের কালি দূর করতে ভরসা রাখুন ৩ আসনে

অত্যধিক পরিশ্রম, কম ঘুম, ত্বকের সঠিক যত্ন— সব কিছু মিলিয়ে চোখের নীচে কালি পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। চোখের নীচের কালি মুছতে অনেকেই তখন পার্লারে ছোটেন। ঘরোয়া টোটকাতেও ভরসা রাখেন অনেকে। কিন্তু তা সত্ত্বেও চোখের নীচের জেদি দাগ সহজে যেতে চায় না। তা হলে উপায়? ওজন কমানো ছাড়াও, চোখের নীচের কালি দূর করতেও সাহায্য করে যোগাসন।

মৎসাসন

প্রথমে একটি মাদুরের উপর টান টান হয়ে শুয়ে পড়ুন। দু’পাশে টান টান করে রাখতে হবে দুই হাত। তার পরে চোখ বুজে ফেলতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এ বার ধীরে ধীরে ধনুকের মতো করে পিঠ বেঁকিয়ে নিন। শরীরের ভার হাতের উপর রাখুন। বুক উপরের দিকে উঠে আসবে।

বালাসন

হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এ বার শরীরটা বেঁকান। শরীরটা এমন ভাবে বেঁকান, যাতে বুক যেন গিয়ে উরুতে ঠেকে। মাথা মেঝেতে রাখুন। আর হাত দু’টো সামনের দিকে প্রসারিত করে রাখুন। এই আসন স্নায়ুতন্ত্রের জন্য খুব উপকারী। সেই সঙ্গে ঘাড় ও পিঠের ব্যথা কমাতেও এর জুড়ি নেই। 

ভুজঙ্গাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতের তালু্ মেঝের উপর পাঁজরের দুই পাশে রাখুন। কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন। এর পর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Jaggery:শুধু-সহজলভ্য-বলে-নয়,-শীতে-গুড়-খাওয়ার-অনেক-উপকারিতাও-আছে Read Next

Jaggery:শুধু সহজলভ্য বলে নয়, শ...