You will be redirected to an external website

Makeup: ঘুমোতে যাওয়ার আগে মাত্র ৫ মিনিটে ঘরোয়া এই টিপসেই তুলে ফেলুন মেকআপ

Makeup:-ঘুমোতে-যাওয়ার-আগে-মাত্র-৫-মিনিটে-ঘরোয়া-এই-টিপসেই-তুলে-ফেলুন-মেকআপ

মাত্র ৫ মিনিটে ঘরোয়া এই টিপসেই তুলে ফেলুন মেকআপ

পুজোর কয়েকদিন রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, বেশি রাতে খাওয়া-দাওয়া এসব লেগেই থাকে। এই কটা দিন সময়ের কোনও বাঁধন থাকে না।যদিও এই কয়েকটা দিন শরীরের উপর যথেচ্ছ অত্যাচার সামলে নিয়েও অনেকে নিয়মিত অফিসে হাজিরা দিয়েছেন কাজ করেছেন। পুজোর দিনে সাজগোজ আর বন্ধুদের সঙ্গে সেলফি তো তুলতেই হবে,এরজন্য করতে হবে মেকআপ। সকালে স্নান সেরে মেকআপ করে বেরিয়ে পড়লেও রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে আর মেকআপ তোলার কোনও এনার্জি থাকে না। তখন মনে হয় কোনও রকমে শুয়ে পড়তে পারলেই ভাল...

এদিকে দীর্ঘক্ষণ মুখে মেকআপ বসে থাকে ত্বকের অনেক ক্ষতি হয়। ত্বক রুক্ষ্ম হয়ে যায়, ব্রণর সমস্যা বাড়ে। ত্বকে কোনও রকম হাওয়া চলাচলের সুযোগ থাকে না। এতে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তবে রাতে বাড়ি ফিরে খুব সহজ এই ঘরোয়া টিপসেই তুলে ফেলতে পারবেন মেকআপ।মেকআপ তোলার জন্য দুধ বেশ কার্যকর। তুলো দুধে ভিজিয়ে নিয়ে, তা দিয়ে মুখ মুছে নিন। তাড়াতাড়ি মেকআপ উঠে যাবে। সঙ্গে দুধের প্রভাবে ত্বক হবে আর্দ্র। এখন একটু শীত শীত ভাব থাকছে, ফলে ত্বকের ময়েশ্চারাইজার বজায় রাখা জরুরি,সবচেয়ে কম সময়ে মেকআপ তুলতে হলে নারকেল তেলের জুড়ি নেই। কয়েক ফোঁটা নারকেল তেল একটি কাপড়ে নিয়ে তা দিয়ে চোখ-মুখ পরিষ্কার করুন। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

ত্বকের যত্নে শসার জুড়ি মেলা ভার। মেকআপ তোলার ক্ষেত্রেও তা-ই। যাঁদের মুখে ব্রণ আছে, তাঁরা তৈলাক্ত জিনিস ব্যবহার না করাই ভাল। এক টুকরো শসা মুখে ঘষে নিলে তাড়াতাড়ি লিপস্টিক, কাজল-সহ সব কিছুই উঠে যাবে,এক চামচ মধুতে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিয়ে মুখে মাখুন। কিছু ক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মেকআপ উঠে যাবে। সঙ্গে যাবতীয় ধুলো-ময়লাও দূর হয়ে যাবে...

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

remove-sun-tan:-ত্বকের-রোদে-পোড়া-দাগছোপ-দূর-করতে-চালের-গুঁড়োর-জুড়ি-নেই Read Next

remove sun tan: ত্বকের রোদে পোড়া ...