You will be redirected to an external website

Pigmentation: দূর হবে মেচেতা, যদি এভাবে ত্বকের যত্ন নিতে পারেন

Pigmentation:-দূর-হবে-মেচেতা,-যদি-এভাবে-ত্বকের-যত্ন-নিতে-পারেন

পিগমেন্টেশনের দাগ দূর করা বেশ কষ্টকর

মেচেতা, পিগমেন্টেশনের দাগ দূর করা বেশ কষ্টকর। অনেক সাধ্য সাধনার পরও কিছুতেই সেই দাগ দূর করা যায় না। দিনের পর দিন ত্বকের উপর কালো দাগ স্পষ্ট হতে শুরু করে। মেচেতা মেকআপ দিয়েও ঢাকা যায় না আর মেচেতার সমস্যা দেখতেও একেবারে ভাল লাগে না। ত্বক কালো, দাগ ভর্তি থাকায় নোংরা লাগে দেখতে। সব সময় ক্রিম মেখে বা ফেসিয়াল করে এই দাগ তুলে ফেলা যায় এমনটা একেবারেই নয়। 

নিয়ম মেনে এই সব টোটকা ব্যবহার করলে খুব সহজেই মুখের যাবতীয দাগ ছোপ তুলে ফেলতে পারবেন। এখন সিরাম অনেকেই ব্যবহার করেন। সামান্য এই উপকরণ ব্যবহার করেই বানিয়ে নিতে পারবেন সিরাম এক চামচ চাল লাগবে। এই চালের মধ্যে ১ চামচ গোটা মৌরি মিশিয়ে ৪ চামচ দলে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এই চাল-মৌরি, চার টুকরো শসা দিয়ে বেটে নিতে হবে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নির্যাসটা নিতে হবে এই তিনটে উপাদান দাগ ছোপ দূর করতে খুব ভাল কাজ করে। এই ছেঁকে নেওয়া জলের মধ্যে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। হাফ চামচ অ্যালোভেরা জেল, দুটো ভিটামিন ই ক্যাপসুল ভেঙে এতে মিশিয়ে দিন। খুব ভাল করে মিশিয়ে নিলেই তৈরি সিরাম

এবার একটা কাঁচোর শিশিতে ভরে তা ফ্রিজে রেখে দিতে হবে। মুখ খুব ভাল করে ধুয়ে নিতে হবে। প্রয়োজনে চালগুঁড়ি, লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়েও মুখে লাগাতে পারেন। এবার একটা ইষদুষ্ণ জলে রুমাল ভিজিয়ে মুখ মুছে নিতে হবে এতে পোরস ওপেন হবে আর সিরাম ভাল কাজ করবে। আর এতে মুখে কোনও রকম ময়লা থাকবে না। মুখ খুব ভাল পরিষ্কার হবে। এবার এই সিরাম ড্রপারে নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। যেখানে দাগ রয়েছে সেখানে বেশি করে লাগাতে হবে একদম শুকিয়ে গলে হালকা কোনও নাইট ক্রিম লাগিয়ে নিন। শীতের রাতে এভাবে মুখের যত্ন নিলে খুব ভাল থাকবে। আর দুপুরেও লাগাতে পারেন। তবে মুখ শুকোলে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগাতেও কিন্তু ভুলবেন না

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Night-Skin-Care:-চকচকে-ত্বক-পেতে-৩-কাজ-করতেই-হবে,যত্ন-নিন-নিয়ম-জেনে Read Next

Night Skin Care: চকচকে ত্বক পেতে ৩ ...