You will be redirected to an external website

Kitchen Hacks:পেঁয়াজ কাটলেই চোখে জল আসে?কোন টোটকা মেনে চলবেন

Kitchen-Hacks:পেঁয়াজ-কাটলেই-চোখে-জল-আসে?কোন-টোটকা-মেনে-চলবেন

বার বার পেঁয়াজ কাটতে গেলেই চোখে জ্বালা করে

রান্না করতে বড়ই ভালবাসেন। তবে পেঁয়াজ কাটার নাম শুনলেই কান্না পায়? রান্নার ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর জিনিসই হল পেঁয়াজ কাটা! তবে ভারতীয় হেঁশেল পেঁয়াজ ছাড়া ভাবাই যায় না। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন বার বার পেঁয়াজ কাটতে গেলেই চোখে জ্বালা করে?

রোজের রান্না করার সময়ে দু’-চারটে পেঁয়াজ কেটে ফেলা যায়। তবে বাড়িতে কোনও অনুষ্ঠান হলে বেশি পরিমাণে পেঁয়াজ কাটতে হতে পারে। তখনই সমস্যায় পড়তে হয়। কয়েকটি টোটকা জানলেই এই সমস্যার সমাধান সম্ভব।

১) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ঘণ্টা খানেক ডিপ ফ্রিজারে ভরে রাখুন। ফ্রিজ থেকে বার করে পেঁয়াজ কাটলে চোখে আর জল আসবে না।

২) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে আর কাটার সময় চোখে জল আসবে না। তবে পেঁয়াজ এ ক্ষেত্রে অনেক পিচ্ছিল হয়ে যায়। তাই সাবধানে ছুরি ব্যবহার করা উচিত।

৩) পেঁয়াজ কাটার সময়ে যত ধারাল ছুরি ব্যবহার করবেন, ততই কম কাঁদতে হবে। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারাল ছুরি। তাই খুব বেশি এনজাইম বেরোয় না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Holi-Special-2023:হোলিতে-মিষ্টিমুখ,-রইল-বিশেষ-দু’টি-পদ-বানানোর-পদ্ধতি Read Next

Holi Special 2023:হোলিতে মিষ্টিমুখ,...