You will be redirected to an external website

Homemade Face Pack:রোদে পোড়া ত্বক থেকে চোখের তলার কালি,সমস্যা দূর করতে একাই একশো টম্যাটো

Homemade-Face-Pack:রোদে-পোড়া-ত্বক-থেকে-চোখের-তলার-কালি,সমস্যা-দূর-করতে-একাই-একশো-টম্যাটো

ত্বকের জেল্লা ফেরাতেও কার্যকরী পাকা টম্যাটো

টম্যাটোতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন কে এবং ফোলেট। সেই সঙ্গে রয়েছে লাইকোপেন, বিটা-ক্যারোটিন এবং ফাইবার। যা শরীরের তো বটেই, ত্বকের জেল্লা ফেরাতেও খুব কার্যকরী। টম্যাটোর মধ্যে থাকা এই উপাদানগুলি ত্বকের কোষের ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে। তাই টম্যাটো খাওয়ার পাশাপাশি অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই সব্জিটি দিয়ে যদি প্যাক বানিয়ে মাখা যায় তবে রোদে পোড়া দাগ, চোখের তলার কালির মতো এমন অনেক সমস্যার সমাধান করতে পারে। 

টম্যাটো এবং মধু

একটি বাটিতে টম্যাটোর ক্বাথ এবং ১ চা চামচ মধু মিশিয়ে ভাল করে মুখে মেখে নিন। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা দূর করতে এই মিশ্রণ বিশেষ ভাবে কার্যকরী।

টম্যাটো এবং ওটমিল

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে এক চামচ ওট্‌সের গুঁড়ো ভাল করে মিশিয়ে মুখে মেখে রাখুন। হালকা হাতে ঘষে নিয়ে মিনিট দশেক পর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। মুখ থেকে মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন এই প্যাক।

টম্যাটো এবং দই

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। মুখ ছাড়াও রোদে দেহের অন্যান্য অংশেও ট্যান পড়ে। সেই সব অংশে স্নানের আগে মেখে নিন এই মিশ্রণ। মিনিট পনেরো রেখে স্নান করে ফেলুন।

টম্যাটো এবং কাঁচা হলুদ

এক চা চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে মিশিয়ে নিন একটি পাকা টম্যাটোর ক্বাথ। ভাল করে মিশিয়ে মুখে হাতে মেখে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তৎক্ষণাৎ ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে বিশেষ ভাবে কার্যকরী এই মিশ্রণ।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Oily-Scalp-Treatment:নিমেষে-দূর-করুন-চুলের-দুর্গন্ধ,মুক্তি-পাবেন-স্ক্যাল্পের-চিটচিটে-ভাব-থেকেও Read Next

Oily Scalp Treatment:নিমেষে দূর করুন ...