You will be redirected to an external website

IPL 2024:২ রানের জন্য শতরান হাতছাড়া রুতুরাজের, হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই তুলল ২১২ রান

IPL-2024:২-রানের-জন্য-শতরান-হাতছাড়া-রুতুরাজের,-হায়দরাবাদের-বিরুদ্ধে-চেন্নাই-তুলল-২১২-রান

২ রানের জন্য শতরান হাতছাড়া রুতুরাজের

টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তাতে কোনও অসুবিধা হয়নি চেন্নাইয়ের। ঘরের মাঠে ২১২ রান তুলল রুতুরাজ গায়কোয়াড়ের দল। তবে হায়দরাবাদের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। ফলে চেন্নাইয়ের দেওয়া লক্ষ্য যে ধরাছোঁয়ার বাইরে, তেমনটা বলা যাবে না।

রবিবার চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে এবং রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু ১২ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান রাহানে। সেখান থেকে দলের ইনিংস গড়তে শুরু করেন রুতুরাজ এবং ড্যারিল মিচেল।

রবিবার চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে এবং রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু ১২ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান রাহানে। সেখান থেকে দলের ইনিংস গড়তে শুরু করেন রুতুরাজ এবং ড্যারিল মিচেল।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Coffee-Alternatives:কাজের-মাঝে-চনমনে-ভাব-আনতে-কোন-পানীয়ে-চুমুক-দেবেন? Read Next

Coffee Alternatives:কাজের মাঝে চনমনে ...