You will be redirected to an external website

Pet Care Tips: গরমে কষ্ট বাড়ে সারমেয়দের, বাড়ির পোষ্যকে সুস্থ রাখবেন কী ভাবে?

Pet-Care-Tips:-গরমে-কষ্ট-বাড়ে-সারমেয়দের,-বাড়ির-পোষ্যকে-সুস্থ-রাখবেন-কী-ভাবে?

গরমে কষ্ট বাড়ে সারমেয়দের

তীব্র দহনে নাজেহাল সকলেই। হাওয়া অফিস সূত্রে খবর, দহনজ্বালা আরও বাড়বে। গরম কমার এখনই কোনও লক্ষণ নেই। বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। এমন পরিস্থিতিতে সুস্থ থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু নিজে সুস্থ থাকলে হবে না, বাড়ির চারপেয়ে পোষ্যটিকেও যত্নে রাখতে হবে। গরমে কষ্ট বাড়ে সারমেয়দের। মুখ ফুটে তারা অস্বস্তির কথা বলতে পারে না। তাই আরও বেশি করে পোষ্যদের দেখাশোনা করতে হবে। গরমে সারা ক্ষণ শুধু শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে চায় তারা। এর ফলে সাময়িক আরাম মিললেও তা শরীরের কষ্ট দূর করতে পারে না। দিনের বেশির ভাগ সময়ে এসিতে থাকার ফলে শরীর জলশূন্য হয়ে যায়।

পোষ্যকে ভাল করে স্নান করাতে হবে নিয়মিত। প্রয়োজনে দিনে একাধিক বার স্নান করানো যেতে পারে। কুকুরকে স্নান করানোর সময়ে স্নানের জলে মিশিয়ে দিতে পারেন অল্প বরফের টুকরোও।

শরীরের লোম বড় থাকলে গরম বেশি লাগবে, এই ধারণা ঠিক নয়। বরং এই লোমই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে তা যেন খুব বেশি বেড়ে না যায়, তা-ও খেয়াল রাখতে হবে। পাশাপাশি, পোষ্যের থাকার জায়গাটিতে যেন হাওয়া চলাচলের যথেষ্ট সুযোগ থাকে। 

দিনের বেলা বাইরে প্রচণ্ড রোদ। তাই বাড়ির বাইরে কম ঘোরাতে নিয়ে যান। চেষ্টা করুন বাড়িতেই অল্প খেলাধুলো করাতে। তবে রোদ পড়লে সন্ধ্যার দিকে হাঁটাতে নিয়ে যেতে পারেন।গরমে পোষ্যের খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দিতে হবে। যে সব ফলে জল বেশি, তা বেশি করে খেতে দিন। তরমুজ, আপেলের মতো ফল খাওয়ান।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Beat-the-Heat:-রোদে-বেরিয়ে-মাথা-ঘুরছে,-হঠাৎ-প্রেশার-কমে-গেলে-কী-করবেন? Read Next

Beat the Heat: রোদে বেরিয়ে মাথা ঘ...