You will be redirected to an external website

Shanaya Kapoor: কাজ শুরুর আগেই নজর কেড়েছেন শানায়া! নজরকাড়া ফিটনেস শানায়ার

Shanaya-Kapoor:-কাজ-শুরুর-আগেই-নজর-কেড়েছেন-শানায়া!-নজরকাড়া-ফিটনেস-শানায়ার

কাজ শুরুর আগেই নজর কেড়েছেন শানায়া!

মালয়ালম তারকা মোহনলালের ছবি ‘ভ্রুষভ’-এর মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে শানায়ার। মোহনলালের মতো তারকার ছবিতে অভিষেকের সুযোগ পেয়ে দারুণ খুশি সঞ্জয়-কন্যা। বড়পর্দায় আসার আগেই সমাজমাধ্যমে নজর কেড়েছেন শানায়া। অভিনেত্রীর সুন্দর ছিপছিপে শরীর, নজরকাড়া ফিটনেস, চোখেমুখে তীক্ষ্ণতা পুরুষ হৃদয়ে ইতিমধ্যেই আলাদা জায়গা দখল করেছে। তবে কী ভাবে এত ফিট থাকেন তিনি? 

অভিনেত্রীর ইনস্টাগ্রামে নজর রাখলেই দেখা যাবে নাচের প্রতি তাঁর আগ্রহের নমুনা। তবে কি নাচ করেই ওজন নিয়ন্ত্রণে রেখেছেন তিনি? জিমে গিয়ে শরীরচর্চা করতে ভাল লাগে না, বাড়িতে মন খুলে নাচলেই কিন্তু মেদ ঝরানো যায়। শুনতে যতই অদ্ভুত মনে হোক, বিষয়টা সত্যি। নাচ আদতে কার্ডিয়ো ব্যায়ামের অন্যতম সেরা উপায়। 

আপনি কি বলিউডি গান শুনতে ভালবাসেন? তা হলে মোবাইল কিংবা টিভিতে গান চালিয়ে তার সঙ্গে ছন্দ মিলিয়ে মনের আনন্দে ঘণ্টাখানেক নাচ করুন। চেষ্টা করুন দ্রুত লয়ের গান বাছাই করার। শানায়া কপূর ইনস্টাগ্রামে প্রায়ই বলি‌উডি গানের সঙ্গে নাচের ভিডিয়ো ভাগ করে নেন।

শুধু পেটের মেদ ঝরানোই নয়, শরীরের গঠন সুন্দর করতেও এই নাচ বেশ কার্যকর। পাশাপাশি, এই নাচে ডোপামাইন ও এনডরফিনের ক্ষরণ বৃদ্ধি পায়। ফলে চনমনে থাকে মনও। শানায়ার ইনস্টাগ্রামে নজর রাখলে মাঝেমধ্যেই অভিনেত্রীকে বেলি ডান্স করতে দেখা যায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Lemon-Butter-Garlic-Fish:-রেস্তোরাঁর-মতো-কন্টিনেন্টাল-লেমন-বাটার-গার্লিক-ফিশ-এবার-বাড়িতেই Read Next

Lemon Butter Garlic Fish: রেস্তোরাঁর মত...