শীতের দিনে ত্বকের যত্ন একটু বেশি করেই নিতে হয়
শীতের দিনে ত্বকের যত্ন একটু বেশি করেই নিতে হয়। কারণ এই সময় ত্বকের আর্দ্রতা খুব কম থাকে। ফলে ত্বক অতিরিক্ত শুকনো হয়ে যায়। এতে চামড়ায় টান বেশি ধরে। এই সময় ঠান্ডার কারণে অনেকেই ত্বকের ঠিক মত যত্ন নিতে পারেন না। বার বার ঠান্ডা জলে মুখ ধোওয়া, ম্যাসাজের কারণে অনেকেরই ঠান্ডা লেগে যায়। এদিকে শীতে মুখে ক্রিম মাখতেই হবে। অনেকে মুখ ঠিক মতো না ধুয়ে তার উপরই ক্রিম লাগিয়ে নেন। এর উপর সারাদিনের ধুলো-ময়লা এসব জমতেই থাকে।
শীতে রোজ নিয়ম করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এর পাশাপাশি একেবারে সামান্য উপকরণে সপ্তাহে একদিন করে অই ফেসিয়াল করুন। এতে মুখের যাবতীয় ট্যান উঠে যাবে, মুখ চকচক করবে।
বিয়েবাড়ি বা কোনও পার্টিতে যাওয়ার আগেও এই ফেসিয়াল করতে পারেন। এতে ঠান্ডাও লাগবে না। একটা বাটিতে প্রথমে রোজকার ব্যবহারের যে কোনও টুথপেস্ট নিন একটু। এর মধ্যে এক চামচ পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিতে হবে। এবার এতে হাফ চামচ নারকেল তেল মিশিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশলে পাঁচফোঁটা লেবুর রস দিন এতে। এই মিশ্রণ হাতে-পায়ে লাগালেও খুব ভাল কাজ হবে। মুখ ভাল করে ধুয়ে নিয়ে তবেই এই প্যাক লাগিয়ে নেবেন। মুখে ভাল করে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে দিন।
এবার ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। এতে মুখ খুব সুন্দর পরিষ্কার হবে, যাবতীয় ট্যানও উঠে যাবে। শীতের দিনে এই ফেসিয়াল খুবই ভাল। ত্বক খুব ভাল থাকবে এই ফেসিয়াল নিয়মিত ভাবে করলে। ইনস্ট্যান্ট গ্লো আসবেই। এরপর হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। চাইলে ওর মধ্যে ফাউন্ডেশন মিশিয়েও ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন বা মাসে তিনদিনের বেশি এই ফেসিয়াল করবেন না।