You will be redirected to an external website

Skin Care Tips: বয়স ৪০ পেরোলেও ত্বক দেখে তা বোঝা যাবে না, ঝলমলে ভাব কী ভাবে বজায় রাখেন?

Skin-Care-Tips:-বয়স-৪০-পেরোলেও-ত্বক-দেখে-তা-বোঝা-যাবে-না,-ঝলমলে-ভাব-কী-ভাবে-বজায়-রাখেন?

৪০-এর কোঠায় পা দিলেই ত্বক মসৃণতা হারাতে শুরু করে

৪০-এর কোঠায় পা দিলেই ত্বক মসৃণতা হারাতে শুরু করে। ত্বক নিষ্প্রাণ এবং শুষ্ক হতে শুরু করে। ত্বকে দেখা দেয় বলিরেখা। তবে ৪০-এর পরেও ত্বকের ঝলমলে ভাব কী ভাবে বজায় রাখেন?

সপ্তাহে এক দিন স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের মৃতকোষ দূর হয়ে যায়। তবে স্ক্রাব করার সময় খুব আলতো করে ত্বকে ঘষবেন। না হলে ত্বক রুক্ষ হয়ে যাবে।রোজ সকালে ঘুম থেকে উঠে গোলাপজল দিয়ে মুখ ধুতে পারেন। গোলাপজল ত্বকের কোমলতা বজায় রাখে। ত্বকের টানটান ভাব বজায় থাকে গোলাপজলের ব্যবহারে।শীত হোক কিংবা গ্রীষ্ম বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতে ভুলবেন না। সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকে। এ ছাড়া ত্বকে ট্যান পড়ার ঝুঁকিও কমে।

বাইরে থেকে ফিরলেই ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মুখের ময়লা দূর হবে নিমেষে। ত্বক চকচকে দেখাবে।ত্বক ভাল রাখতে হলে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল কম খেলে ত্বকের ঝলমলে ভাব নষ্ট হয়ে যায়। তাই সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Ice-Water-Facial:-ওপেন-পোরসের-সমস্যায়-কাজ-দিতে-পারে-‘আইস-ওয়াটার-ফেসিয়াল’ Read Next

Ice Water Facial: ওপেন পোরসের সমস্য...