You will be redirected to an external website

Oily Scalp:শ্যাম্পু করার পর ফের তেলতেলে চুল?ঘরে তৈরি প্যাকে রয়েছে সমাধান

Oily-Scalp:শ্যাম্পু-করার-পর-ফের-তেলতেলে-চুল?ঘরে-তৈরি-প্যাকে-রয়েছে-সমাধান

ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করে এই সেবাম

সকালে শ্যাম্পু করা চুল বিকেলের মধ্যেই তেলতেলে হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। আবার অনেকে মনে করেন, শুষ্ক, নির্জীব চুলের চেয়ে মাথার ত্বকে তেল থাকা অনেক ভাল। চুল এবং মাথার ত্বক নিয়ে এমন চুল চেরা বিশ্লেষণ প্রায়ই হয়। কিন্তু যাঁদের তেলতেলে চুল, একমাত্র তাঁরাই জানেন এই সমস্যার কথা। বিশেষজ্ঞদের মতে, তালুতে যে তৈল গ্রন্থি থাকে, সেখান থেকে পিচ্ছিল, তেলতেলে সেবাম নিঃসৃত হয়। সেবাম নিঃসন্দেহে চুলের স্বাভাবিক জেল্লা বজায় রাখতে কাজে লাগে। কিন্তু কারও কারও ক্ষেত্রে এই সেবামের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়। বিশেষ করে গরমকালে। ঘামের সঙ্গে অতিরিক্ত তেল বেরোতে থাকে। তখনই সমস্যার শুরু। এই সমস্যা জিনগতও হতে পারে। তবে ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করে এই সেবাম নিঃসরণকে নিয়ন্ত্রিত করতে পারা যায়।

মুলতানি মাটির প্যাক

মাথার ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে মুলতানি মাটিও যথেষ্ট কার্যকর। একটি পাত্রে ৩-৪ টেবিল চামচ মুলতানি মাটি, কয়েক ফোঁটা লেবুর রস এবং মধু ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথায় মেখে রাখুন ১৫ মিনিট। তার পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

দইয়ের প্যাক

প্রোবায়োটিক জাতীয় খাবার যেমন দই ত্বক এবং চুল, দুইয়ের জন্যই সমান উপকারী। মাথার ত্বকের এই অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে দই। আধ কাপ দইয়ের মধ্যে ১ চামচ বেকিং সোডা এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। চাইলে ১টি ডিমের সাদা অংশও মেশাতে পারেন। এই সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে স্নানের আগে আধঘণ্টা মাথায় মেখে রেখে দিন। তার পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার এই মিশ্রণ ব্যবহার করলেই সমস্যার সমাধান হবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Mahavir-Jayanti-2023:মহাবীর-জয়ন্তীতে-পাতে-পড়ুক-সেরা-পদ,-রাজকীয়তায়-মোড়া-ডালের-এই-পদ Read Next

Mahavir Jayanti 2023:মহাবীর জয়ন্তীতে ...