You will be redirected to an external website

Vegan Chicken: স্পেশ্যাল নিরামিষ লেমন চিকেন বানিয়ে তাক লাগিয়ে দিন সকলকে

Vegan-Chicken:-স্পেশ্যাল-নিরামিষ-লেমন-চিকেন-বানিয়ে-তাক-লাগিয়ে-দিন-সকলকে

চিকেন ছাড়া স্পেশ্যাল নিরামিষ লেমন চিকেন

চিকেন নেই অথচ কামড় দিচ্ছেন লেগপিসে। এই গরমে রোজ রোজ মাছ মাংস খেতে একেবারেই ইচ্ছে করে না। মশলাদার খাবারও ভাল লাগে না।শনিবারে স্বাদ বদল করতে বানিয়ে নিতে পারেন এই পদ। শনিবারে অনেকেই নিরামিষ খান। এভাবে চিকেন বানিয়ে নিলে তা খেতেও লাগবে বেশ।

একটা বাটিতে সোয়া চাঙ্ক শুকনোই গুঁড়ো করে নিতে হবে। যেন দানা দানা ভাব থাকে এমন ভাবে করবেন। দু কাপ জল কড়াইতে বসিয়ে ওর মধ্যে এই সোয়াবিন দিয়ে দিন। ভাল করে সেদ্ধ করে একদমস শুকনো করে জল ঝরিয়ে নিন।এবার ঠান্ডা জলে তিনবার জল বদলে ধুয়ে ফেলুন। এই জল ঝরানো সোয়াবিন একটা বাটিতে নিয়ে স্বাদমতো নুন, পেঁয়াজ, বাটা মশলা ২ চামচ, অল্প কসৌরি মেথি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ছাতু দিয়ে টাইট করে মেখে নিন।

এবার লেগ পিসের আকারে গড়ে নিন। প্রয়োজনে পেঁয়াজ-রসুন ছাড়াও বানিয়ে নিতে পারেন। এতে দেখতে ভাল লাগে আর খেতেও ভাল হয়। এবার এই গড়ে নেওয়া লেগপিস লাল করে ভেজে নিতে হবে।এবাড় কড়াইতে তেজপাতা, লবঙ্গ দিয়ে বানিয়ে রাখা বাটি মশলা দিয়ে কষতে থাকুন। সঙ্গে বাটি ধোওয়া জল, স্বাদমতো নুন-চিনি মিশিয়ে নিন। মশলা কষে এলে তেল ছাড়বে।

এবার এর মধ্যে ভাজা লেগপিস মিশিয়ে দিন। উপর থেকে এক চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। এরপর এক চামচ গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজের জেস্ট মিশিয়ে দিতে হবে।চা, কফি বা শরবতের সঙ্গে খেতে পারেন। উপর থেকে লেবু লঙ্কা সাজিয়ে আর গন্ধরাজের রস ছড়িয়ে পরিবেশন করুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

De-Tan-Pack:-১০-টাকার-কফির-প্যাকেট-কিনে-বানিয়ে-ফেলুন-ডি-ট্যান-প্যাক Read Next

De-Tan Pack: ১০ টাকার কফির প্যাক...