You will be redirected to an external website

Coconut Water: সানবার্ন, ব্রণ, তৈলাক্ত ত্বকের জ্বালায় অস্থির? গরমে দু’বেলা মুখে স্প্রে করুন ডাব

Coconut-Water:-সানবার্ন,-ব্রণ,-তৈলাক্ত-ত্বকের-জ্বালায়-অস্থির?-গরমে-দু’বেলা-মুখে-স্প্রে-করুন-ডাব

গরমে দু’বেলা মুখে স্প্রে করুন ডাব

শরীরকে হাইড্রেটেড রাখাই এখন প্রাথমিক কাজ। আর এই হাইড্রেশনে বিশেষ সহায়তা করে ডাবের জল। ভিটামিন ও মিনারেলে ভরপুর ডাবের জল শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। নিয়মিত ডাবের জল খেলে ত্বকের আর্দ্রতাও বজায় থাকে। আর যদি ডাবের জল মাখেন, তখন হাইড্রেশনের পাশাপাশি ত্বকের হাজারো সমস্যা থেকে মুক্তি মেলে। পক্সের দাগ তুলতে অনেকেই ডাবের জলের সাহায্য নেন। এবার গরমে ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতেও ডাবের জল ব্যবহার করুন।

ত্বকের যত্নে ডাবের জলের উপকারিতা:

 গরমে ঘাম হচ্ছে। কিন্তু রোদে বেরোলে ত্বক পুড়ে যাচ্ছে। ঘাম হলেও চামড়ায় টান ধরছে। এই অবস্থায় ত্বকের শুষ্কভাব দূর করতে সহায়ক ডাবের জল। এই পানীয় ইলেক্ট্রোলাইট ও অন্যান্য হাইড্রেটিং উপাদানের প্রাকৃতি উৎস। এটি ত্বকের কোষকে ময়েশ্চারাইজ করে এবং ত্বকে সতেজতা বাড়িয়ে তোলে।

নিয়মিত ত্বকে ডাবের জল ব্যবহার করলে বার্ধক্যের লক্ষণও প্রতিরোধ করা যায়। ডাবের জল কোষ পুনর্গঠনের মাধ্যমে বলিরেখা ও সূক্ষ্মরেখা প্রতিরোধ করে। এছাড়া ডাবের জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। এর জেরেই বয়স বাড়লেও ত্বকের জৌলুস বজায় থাকে।

ডাবের জলে তুলোর বল ভিজিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এছাড়া স্প্রে বোতলে ডাবের জল ভরে যখন- তখন মুখে স্প্রে করতে পারেন। এতে ত্বকে নিমেষের মধ্যে সতেজতা ফিরে পাবেন। পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকবে।

ডাবের জলের সঙ্গে গ্রিন টি মিশিয়ে টোনার বানিয়ে নিন। মুখ পরিষ্কারের পর এই টোনার মুখে স্প্রে করতে পারেন।

ডাবের জল ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন। রোদ থেকে বাড়ি ফিরে মুখে এই আইস কিউব ঘষতে পারেন। এতে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং সানবার্নের হাত থেকে মুক্তি পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

menstrual-pain-in-summer:-ঘরে-বসে-এক-আসনেই-ঋতুস্রাবের-কষ্ট-লাঘব-করতে-পারেন Read Next

menstrual pain in summer: ঘরে বসে এক আসনে...