You will be redirected to an external website

Night Skin Care:রাতে এভাবে মুখ পরিষ্কার করে নিয়ে নাইট ক্রিম বানিয়ে মুখে লাগান

Night-Skin-Care:রাতে-এভাবে-মুখ-পরিষ্কার-করে-নিয়ে-নাইট-ক্রিম-বানিয়ে-মুখে-লাগান

মানসিক চাপ মুখকে অনেক বেশি ক্লান্ত করে দেয়

আজকাল মানুষের পরিশ্রম অনেক বেশি। শারীরিক পরিশ্রম তো আছেই সঙ্গে মানসিক পরিশ্রমও বেশি। মানসিক চাপ মুখকে অনেক বেশি ক্লান্ত করে দেয়, মুখের উপর একটা কালো ছাপও পড়ে।সঙ্গে চিটচিটে আবহাওয়া তো আছেই। ফলে মুখ সবসময় চিটে হয়ে থাকে। এতে ধুলো-বালি অনেক বেশি জমে। বাড়ি ফিরে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে হবে না। পরিবর্তে এইভাবে প্যাক বানিয়ে নিয়ে মুখে মাখুন।২ চামচ গোলাপ জলের সঙ্গে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। মুখের দাগ ছোপ দূর করতে এই গোলাপ জল আর গ্লিসারিন খুব ভাল কাজ করে।

এবার এই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস আর হাফ চামচ কস্তূরী হলুদ মিশিয়ে দিতে হবে। এবার তা তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। এবার তা ১০-১৫ মিনিট রাখুন।এরপর জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখে খুব ভাল একটা গ্লো আসে।এবার যে কোনও একটা ফেস ক্রিম নিয়ে ওর মধ্যে দু ফোঁটা গোলাপের জল, একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। এই ক্রিম মুখে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে।এই ক্রিম যতক্ষণ না মুখে টেনে যাচ্ছে ততক্ষণ অবধি ম্যাসাজ করতে হবে। ১৫ মিনিট টানা ম্যাসাজ করতে পারলে খুব ভাল। সকালে উঠে দেখবেন মুখ অনেক নরম থাকছে, দাগ ছোপ থাকছে না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss:-পুজোর-আগে-তাড়াতাড়ি-ওজন-কমাতে-যা-করবেন,এই-খাবারেই-ওজন-ঝরবে-মন্ত্রের-মতো Read Next

Weight Loss: পুজোর আগে তাড়াতাড...