কালচে দাগ দূর করতে সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের
কখনও নতুন জুতো পরে পা ফোস্কা, আবার কখনও পড়ে গিয়ে পায়ে কেটে গিয়েছে। এসব ক্ষত সপ্তাহে দুয়েকের মতো সেরে গেলেও পায়ে কালো দাগ থেকে যায়। বিশেষ যত্ন না নিলে পায়ের চামড়া মোটা হয়ে গিয়ে কড়া পড়ে। কিন্তু এগুলো সাধারণ দিনে চোখে পড়ে না। শর্ট ড্রেস বা হট প্যান্ট পরলেই চোখে পড়ে পায়ের কালো দাগ। পায়ের এই দাগছোপ একদিনে যায় না। কিন্তু সময়মতো এর যত্ন নেওয়া জরুরি।
চিনির স্ক্রাব: স্ক্রাবিং মরা কোষের পাশাপাশি দাগছোপ, ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে দেয়। ২ চামচ চিনির সঙ্গে ৪ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে পায়ের উপর সার্কুলার মোশনে ঘষতে থাকুন। ২-৪ মিনিট স্ক্রাব করার পর সাধারণ জল দিয়ে পা ধুয়ে ফেলুন। একদিন অন্তর এই পদ্ধতি মেনে চলুন। এতে পায়ের যাবতীয় কালচে দাগ দূর হয়ে যাবে।
শসা: শসা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। দাগছোপ দূর করতে চাইলে আপনাকে ত্বক হাইড্রেটেড রাখতে হবে। তাছাড়া শসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিন রয়েছে, যা ত্বককে নানা উপায়ে সাহায্য করে। শসা পেস্ট করে নিয়ে তার রস বের করে নিন। এতে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার এতে তুলোর বল ডুবিয়ে পায়ের কালচে দাগের উপর লাগান।
পাতিলেবুর রস: লেবুর রসের মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান ত্বককে ক্ষয়, অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি লেবুর রস ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে এবং অতিরিক্ত তেল নিঃসরণ করে। একটা পাতিলেবু নিংড়ে রস বের করে নিন। এবার এই রসে তুলোর বল ডুবিয়ে পায়ে থাকা দাগের উপর লাগান। এই পদ্ধতিটি একদিন অন্তর মেনে চলুন।