You will be redirected to an external website

Winter Tan:শীতের রোদে সানস্ক্রিন না মেখে বেরিয়ে ট্যান পড়েছে?

Winter-Tan:শীতের-রোদে-সানস্ক্রিন-না-মেখে-বেরিয়ে-ট্যান-পড়েছে?

শীতের রোদে সানস্ক্রিন না মেখে বেরিয়ে ট্যান পড়েছে

শীতে একটু রোদ না মাখলে ভিটামিন ডি ঠিক করে পাওয়া যায় না। ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পেলেও এতে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। শীতে সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই, অনেকের এমনটাই ধারণা। অথচ সানস্ক্রিন না মাখলে ত্বকে ট্যান প়ড়তে শুরু করে। গ্রীষ্মের চেয়ে শীতের রোদে ট্যান পড়ে বেশি। অনেকেই এটা মানতে চান না। তাই শীত ফুরোনোর আগেই ত্বকে কালচে ছোপ পড়ে যায়। 

১) বেসন এবং সামান্য দই মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। তার পর এই প্রলেপ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এত সব ট্যান উঠে যাবে।

২) ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাব ব্যবহার করা দরকার। কফির গুঁড়ো এবং সামান্য নারকেল তেল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে লাগিয়ে ভাল করে ঘষতে হবে। তবে আলতো হাতে ঘষবেন। যাঁদের স্পর্শকাতর ত্বক, তাঁদের বেশি জোরে স্ক্রাব করলে সমস্যা হতে পারে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

বড়দিনের-কেক-এ-বার-বাড়িতেই!-রইল-সহজ-রেসিপি Read Next

বড়দিনের কেক এ বার বাড়ি...