You will be redirected to an external website

Modak Recipe: গণেশের ভোগের থালায় রাখুন ঘরে বানানো মোদক, রইল চকোলেট মোদকের রেসিপি

Modak-Recipe:-গণেশের-ভোগের-থালায়-রাখুন-ঘরে-বানানো-মোদক,-রইল-চকোলেট-মোদকের-রেসিপি

গণেশের আগমণ মানেই পুজোর মরসুমের সূত্রপাত

গণেশের আগমণ মানেই পুজোর মরসুমের সূত্রপাত। পুজো হবে আর মিষ্টিমুখ হবে না, তাই কখনও হয় নাকি! বিভিন্ন পুজোয় মিষ্টির রকমও বিভিন্ন—লক্ষ্মীপুজোয় নারকেল নাড়ু, জন্মাষ্টমীতে তালের বড়া ছাড়া অসম্পূর্ণ। তেমনই গণেশ পুজোতে মোদক হওয়া চাই-ই-চাই। তাঁর আর এক নামই তো মোদকপ্রিয়। তাই এই গণেশ পুজোয় বানিয়ে ফেলুন সিদ্ধিদাতার প্রিয় মোদক, তবে তাতে থাকুক চকোলেটের টুইস্ট।

উপকরণ:

মাখন: ৪ টেবিল চামচ

ডার্ক চকোলেট: ১ কাপ

কনডেন্সড মিল্ক: আধ কাপ

ভেনিলা এসেন্স: ১ টেবিল চামচ

খোয়াক্ষীর: ১ কাপ

আখরোটের গুঁড়ো: ২ টেবিল চামচ

নারকেলের গুঁড়ো: আধ কাপ

প্রণালী:

একটি প্যানে মাখন গরম করে নিন। এ বার মাখনের সঙ্গে ডার্ক চকোলেট মিশিয়ে ভাল করে গলিয়ে নিন। চকোলেট গলে গেলে একে কনডেন্সড মিল্ক, ভেনিলা এসেন্স মিশিয়ে নিন। মিনিট খানেক পরে খোয়াক্ষীর, আখরোটের গুঁড়ো, নারকেলের গুঁড়ো মিশিয়ে নিন। মিনিট পাঁচেক পাক দেওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে এলে থালায় ঢেলে খানিকটা ঠান্ডা করে নিন। এ বার ছোট ঠোট গোলা বানিয়ে বাজার থেকে কেনা মোদকের ছাঁচে ফেলে মোদক বানিয়ে নিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Healthy-Snacks:-পুজোর-আগে-ওজন-কমাতে-চান?কোন-কোন-নাস্তা-রাখতেই-পারেন-অফিসের-ব্যাগে? Read Next

Healthy Snacks: পুজোর আগে ওজন কমাত...