You will be redirected to an external website

Menstrual Cramps: ঋতুস্রাবের যন্ত্রণায় শরীর কাহিল হয়ে পড়ে?চাঙ্গা থাকতে সাহায্য করবে কোন খাবার?

Menstrual-Cramps:-ঋতুস্রাবের-যন্ত্রণায়-শরীর-কাহিল-হয়ে-পড়ে?চাঙ্গা-থাকতে-সাহায্য-করবে-কোন-খাবার?

ঋতুস্রাবের যন্ত্রণায় শরীর কাহিল হয়ে পড়ে

ঋতুস্রাবের যন্ত্রণা তো আছেই। সেই সঙ্গে কখনও অত্যধিক রক্তপাত, কখনও আবার পেটে ব্যথায় নাজেহাল। কোনও ভাবেই শান্তি পাওয়া যায় না সেই সময়। শুধু তো শরীর নয়, যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে পড়ে মনও। এই যন্ত্রণা কমাতে অনেকেই ওষুধ খান। কিন্তু এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়া যে স্বাস্থ্যকর নয়, তা চিকিৎসকরা এর আগেও বহু বার জানিয়েছেন। ঘরোয়া উপায়ে কিন্তু এই যন্ত্রণার মোকাবিলা করা যায়।

ঋতুস্রাবকালীন শারীরিক অসুস্থতা দূর করতে ভেজানো কিশমিশ এবং কেশর দারুণ কার্যকর। শরীরে আয়রনের ঘাটতি মেটানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য— সবেতেই এই টোটকা কাজে লাগবে। ঋতুস্রাবের সময় অনেকেই গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন। সে ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ কেমিক্যাল স্টাডিজ’ নামক একটি মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, গুড় ঋতুস্রাবকালীন সময়ে শারীরিক দুর্বলতা দূর করতে পারে। কারণ গুড়ে রয়েছে পটাশিয়ামের মতো উপাদান। যা তলপেটে ব্যথা, মেজাজ পরিবর্তনের মতো সমস্যার উপশম ঘটায়।

শরীরের প্রকৃত যত্ন নেয় যে ফলগুলি, কলা কিন্তু সেই তালিকায় অন্যতম। ঋতুস্রাবের যন্ত্রণা কমাতে সাহায্য করে কলা। এই ফলে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি-এর মতো উপাদান। যা ঋতুস্রাবের ব্যথা-বেদনা সারাতে সাহায্য করে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

কোল্ড-কফি-খেতে-পছন্দ-করেন?বাড়িতেও-বানিয়ে-নিতে-পারেন-কফি-মিল্কশেক Read Next

কোল্ড কফি খেতে পছন্দ করে...