You will be redirected to an external website

Durga Puja 2023: পুজোর হুল্লোড়ে নিষ্প্রাণ হয়ে যাওয়া ত্বকে জেল্লা ফিরবে এক রাতেই

Durga-Puja-2023:-পুজোর-হুল্লোড়ে-নিষ্প্রাণ-হয়ে-যাওয়া-ত্বকে-জেল্লা-ফিরবে-এক-রাতেই

পুজোর হুল্লোড়ে নিষ্প্রাণ হয়ে যাওয়া ত্বকে জেল্লা ফিরবে এক রাতেই

রাত জেগে ঠাকুর দেখা, বাইরের খাবার খাওয়া, বেশি ক্ষণ না ঘুমোনো— সব মিলিয়ে ত্বকে ক্লান্তির ছাপ পড়ে যায়। পুজোর শেষ লগ্নে চলে এলেও উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। রাত পোহালেই দশমী। ভাসানের আগে সিঁদুর খেলার একটা পর্ব থাকে। ঠাকুর বরণের সাজ নিয়ে অনেকেরই একটা পরিকল্পনা থাকে। লাল পেড়ে সাদা শাড়ি আর সোনার গয়নায় সাজার পাশাপাশি মানানসই রূপটানও তো চাই। প্রসাধনী সব সময় ক্লান্তি আড়াল করতে পারে না।

টোনার

সবার আগে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। মুখ পরিষ্কার করতে টোনারের বেশ গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। সেই টোনার যদি হয় বাড়িতে তৈরি, তা হলে তো আর কথাই নেই। বাজার থেকে কয়েকটি লাল গোলাপ কিনে আনুন। গোলাপের পাপড়িগুলি ছাড়িয়ে সেগুলি গরম জলে ফুটিয়ে নিন। যত ক্ষণ না জলের রং হালকা লাল হচ্ছে তত ক্ষণ কম আঁচে ফোটান। এর পর জল ছেঁকে নিন। ঠান্ডা হলে একটি বোতলে ঢেলে রাখুন। 

স্ক্রাব

ত্বক কোমল ও মোলায়েম রাখতে স্ক্রাব করা দরকার। চিনি খুব ভাল স্ক্রাবিংয়ের কাজ করে। চিনির সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে মুখে স্ক্রাব করুন। ত্বকের জেল্লা ফিরে পাবেন। এ ছাড়া কফির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়েও ভাল স্ক্রাব তৈরি করে নিতে পারেন।

ফেস প্যাক

মুলতানি মাটি ত্বকের জন্য খুব উপকারী। চটজলদি জেল্লা আনতে মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করতেই পারেন। মুলতানি মাটির সঙ্গে একটু গোলাপ জল ও মধু মিশিয়ে মুখে লাগান। পাঁচ মিনিট রাখুন। তার পর ধুয়ে ফেলুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Banana-Kheer:বনেদি-বাড়ির-কলার-পায়েস,ভোগে-বানিয়ে-দিতে-পারেন-আপনিও Read Next

Banana Kheer:বনেদি বাড়ির কলার প...