You will be redirected to an external website

Hair Care Routine: পুজোর আগেই ঘন হবে চুল,মেনে চলুন এই নিয়ম

Hair-Care-Routine:--পুজোর-আগেই-ঘন-হবে-চুল,মেনে-চলুন-এই-নিয়ম

বর্ষাকালে চুল পড়ার সমস্যা বাড়ে

একইভাবে যত্ন নিচ্ছেন কি চুলের? বর্ষাকালে চুল পড়ার সমস্যা বাড়ে। পুজো আসতে আসতে চুলের দশা বেহাল হয়ে পড়ে। তাই এখন থেকেই চুলের যত্ন নেওয়া দরকার।রোজের দূষণ, রোদ-জলে চুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে চুল নিস্তেজ ও নিষ্প্রাণ দেখায়। কোনও জেল্লায় দেখা যায় না চুলে। এমন অবস্থায় কীভাবে চুলের খেয়াল রাখবেন? রইল টিপস।

চুলের যত্নে সবচেয়ে জরুরি হল, সঠিক প্রসাধনী বেছে নেওয়া। আপনার চুলের ধরন অনুযায়ী পণ্য বেছে নিন। অন্যথায়, ঘন ও সুন্দর চুলের স্বপ্ন অধরা থেকে যাবে। চুলের ভলিউম বৃদ্ধি করতে এমন শ্যাম্পু বেছে নিন যার মধ্যে বায়োটিন ও হুইট প্রোটিন রয়েছে। এই ধরনের শ্যাম্পু আপনার চুলে ঘনত্ব বাড়িয়ে তোলে। তখন পাতলা চুল হলেও ভয় নেই। 

রোজ তেল মাখার সময় কারও হাতে থাকে না। কিন্তু চেষ্টা করুন সপ্তাহে ২-৩ বার চুলে তেল মালিশ করার। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত হয়। পাশাপাশি চুলে উজ্জ্বলতা ও আর্দ্রতা বৃদ্ধি পায়।চুলের আর্দ্রতা বজায় রাখা দরকার। এর জন্য হেয়ার মাস্কের সাহায্য নিতে পারেন। হেয়ার মাস্ক আপনার চুলে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। পাশাপাশি চুলের সমস্যা কমাতে সাহায্য করে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Chia-Seeds:-চিয়া-বীজের-গুণেই-পুজোর-আগে-ত্বকে-ফিরবে-জেল্লা Read Next

Chia Seeds: চিয়া বীজের গুণেই পু...