পাকা পেঁপের গুণেই ত্বক হবে চকচকে
যতই ব্যস্ততা থাক, ত্বকের যত্ন তো নিতে হবে। অনেকেই মাসে এক বার কিংবা ১৫ দিন অন্তর ফেসিয়াল করাতে পার্লারে যান। টাকাও খরচ হয় অনেকটাই। তবে পেঁপের উপর ভরসা রাখলে রূপচর্চা করতে পার্লারে যাওয়ার প্রয়োজন ফুরাবে। পেঁপে দিয়ে বাড়িতেই ফেসিয়াল করে নিতে পারবেন। বিভিন্ন ভাবে করা যায়। তারই কয়েকটি সুলুকসন্ধান রইল।
পেঁপে এবং চালের গুঁড়ো
পাকা পেঁপে এবং চালের গুঁড়ো থাকলে ত্বকের যত্ন নিয়ে ভাবতে হবে না। পাকা পেঁপে চটকে তার সঙ্গে খানিকটা চালের গুঁড়ো মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। তার পর সেটি ত্বকে মেখে কিছু ক্ষণ অপেক্ষা করুন। এক্সফোলিয়েশনের সময় দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
পেঁপে এবং অ্যালো ভেরা জেল
ত্বক টানটান করতে এই দুইয়ের জুড়ি মেলা ভার। পাকা পেঁপে এবং অ্যালো ভেরা জেল একসঙ্গে চটকে ত্বকে মাখুন। ত্বকে মাখার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। শুকিয়ে খটখটে হয়ে এলে তার পর জলের ঝাপ্টা দিয়ে মুখ ধুয়ে নিন।