You will be redirected to an external website

চোখের সামনেই রয়েছে রোগা হওয়ার পথ,ডাবের জলে কমবে ওজন?

চোখের-সামনেই-রয়েছে-রোগা-হওয়ার-পথ,ডাবের-জলে--কমবে-ওজন?

ডাবের জলে কমবে ওজন?

ডাবের জলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে পারে। এ ছাড়াও এই পানীয়ে রয়েছে ভিটামিন, মিনারেলস, ক্যালশিয়ামের মতো নানা উপাদান। যা শরীরের যত্ন নিতে পারদর্শী। ওজন কমানোর পর্বে ডাবের জল খান অনেকেই। তাতে সুফলও মেলে।

তবে শুধু ডাবের জল খাওয়ার বদলে এই পানীয়ে যদি তুলসীর বীজ মিশিয়ে নিতে পারেন, তা হলে আরও বেশি উপকার পাওয়া যাবে। ওজন কমাতে চিয়া বীজ, তিসির বীজের উপর ভরসা রাখেন অনেকেই। এই তালিকায় যুক্ত হতে পারে তুলসীর বীজও। দীর্ঘ দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছেন যাঁরা, ডাবের জলের সঙ্গে যদি তুলসীর বীজ মিশিয়ে পর পর দু’সপ্তাহ খেতে পারেন, তা হলে সত্যি উপকার পাবেন। ডাবের জল ছাড়াও অ্যাপল সাইডার ভিনিগারেও তুলসীর বীজ মিশিয়ে খেতে পারেন। বাড়তি মেদ ঝরবে।

১) তুলসীর বীজে রয়েছে প্রোটিন এবং ভরপুর ফাইবার। ওজন কমাতে সাহায্য করে এই দু’টি উপাদান। বিশেষ করে বাড়তি মেদ ঝরাতে ফাইবার সিদ্ধহস্ত। ফাইবার দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে বার বার খাবার খাওয়ার প্রবণতাও অনেক কম থাকে।

২) শরীর ঠান্ডা রাখতেও তুলসীর বীজ দারুণ উপকারী। বিশেষ করে এই গরমে পেট ঠান্ডা রাখতে পুষ্টিবিদরা তুলসীর বীজ খাওয়ার পরামর্শ দেন। এই বীজ শরীরের নিজস্ব তাপমাত্রা কম রাখে। ডাবের জলের সঙ্গে মিশিয়ে খেলে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Mukesh-Ambani:-কর্মচারীকে-১৫০০-কোটি-টাকার-বাড়ি-উপহার-দিলেন-মুকেশ-অম্বানী! Read Next

Mukesh Ambani: কর্মচারীকে ১৫০০ কো...