You will be redirected to an external website

Nail Care: হলদেটে ভাব নখের সৌন্দর্য নষ্ট করছে? অ্যালোভেরা জেল মাখুন হাতে

Nail-Care:-হলদেটে-ভাব-নখের-সৌন্দর্য-নষ্ট-করছে?-অ্যালোভেরা-জেল-মাখুন-হাতে

অ্যালোভেরা জেল মাখুন হাতে

নখের যত্ন নেওয়া জরুরি। যখন বাড়ি আর অফিস একা হাতে সামলাতে হয়, তখন নখ রাখার শখের সঙ্গে আপোস করতে হয়। সুন্দর ও পরিষ্কার নখ সকলের ভাল লাগে। কিন্তু অযত্নের কারণে তা হলেদেটে দেখায়। আবার বড় নখ রাখার পর যত্ন না নিলে সেটা ভেঙে যায়।

নখের যত্ন নিতে হলে প্রথমে একদিন অন্তর নখ পরিষ্কার করুন। একটি নেল ব্রাশের সাহায্যে নখ পরিষ্কার করুন। নিয়ম করে নখ কাটুন। ঘন ঘন নেলপলিশ ব্যবহার করবেন না।

অ্যালোভেরা হল একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক থেকে চুল সব কিছুর যত্ন নেয়। অ্যালোভেরা জেলের মধ্যে থাকা ভিটামিন ই এবং ময়েশ্চারাইজিং এজেন্ট নখের কিউটিকলের খেয়াল রাখে এবং আর্দ্রতা বজায় রাখে। আপনি প্রতিদিন নখে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেলের পরিবর্তে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এছাড়াও আপনি অ্যালোভেরা জেলের তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেলের মাস্ক তৈরি করতে প্রয়োজন ২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ শসার রস, ১টা ভিটামিন ই ক্যাপসুল আর পরিমাণমতো গোলাপ জল। অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে নিন। এতে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ভাল করে মিশিয়ে নিন। এই মাস্ক নখে প্রয়োগ করার আগে হাত ও পা ভাল করে পরিষ্কার করে নিন, যাতে কোনও ময়লা না থাকে। এরপর এই অ্যালোভেরা জেলের মাস্ক ভাল করে হাত ও পায়ের নখ লাগান। ১০-১৫ মিনিট জন্য রেখে দিন। এরপর হালকা হাতে নখের উপর ম্যাসাজ করুন। এরপর আঙুল ধুয়ে ফেলুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

পটল-দিয়েই-বানিয়ে-নিন-লোভনীয়-এই-পদ,-সবাই-চেটেপুটে-খাবেন Read Next

পটল দিয়েই বানিয়ে নিন লোভ...