You will be redirected to an external website

DIY Hair Pack: ঠো মুঠো চুল উঠে যাচ্ছে? সমাধান আছে ঘরোয়া কিছু প্যাকে...

DIY-Hair-Pack:-ঠো-মুঠো-চুল-উঠে-যাচ্ছে?-সমাধান-আছে-ঘরোয়া-কিছু-প্যাকে...

চুল পড়ার সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে ঘরোয়া

দিনের শেষে বাড়ি ফিরে যখন চুল আঁচড়াতে যান, তখন মুঠো মুঠো চুল উঠে আসে হাতে। চিকিৎসকেরা বলেন, এই ভেজা চুল, মাথার ত্বকই কিন্তু ছত্রাকের আঁতুড়ঘর। বর্ষাকালে চুল পড়ার অনেকগুলি কারণের মধ্যে একটি হল এই ছত্রাক সংক্রমণ। এ ছাড়াও দীর্ঘ সময় ভেজা চুল না শুকোলে, গোড়া আলগা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সে ক্ষেত্রেও চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। তবে এই সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে ঘরোয়া কিছু প্যাকে। 

অ্যাভোকাডো এবং অলিভ অয়েল

খোসা ছাড়িয়ে অর্ধেকটা অ্যাভোকাডো চটকে মেখে নিন। এর মধ্যে মিশিয়ে নিন অলিভ অয়েল। ভাল করে মিশিয়ে নিয়ে মাথায় মেখে নিন। ডগা ফাটার সমস্যা থাকলে এই প্যাক খুব ভাল কাজ করে।

কলা এবং মধু

প্রথমে একটি পাত্রে পাকা একটি কলা চটকে মেখে নিন। এর মধ্যে দিয়ে দিন দুই টেবিল চামচ মধু। ভাল করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ মাথায় মেখে নিন। আধ ঘণ্টা রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

দই এবং ডিম

কুসুম-সহ একটি ডিমের সঙ্গে আধ কাপ দই ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ পুরো মাথায় এবং চুলে মেখে ফেলুন। ২০ থেকে ৩০ মিনিট রেখে উষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

soya-pancake:-খুদেকে-কী-টিফিন-দেবেন-ভাবছেন?-বানিয়ে-ফেলুন-সয়া-প্যানকেক Read Next

soya pancake: খুদেকে কী টিফিন দেব...