You will be redirected to an external website

hydration in summer: গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ৩ উপাদান দিয়ে তৈরি এক মাস্ক

hydration-in-summer:-গরমে-ত্বকের-আর্দ্রতা-ধরে-রাখতে-৩-উপাদান-দিয়ে-তৈরি-এক-মাস্ক

মাত্র তিনটি উপকরণেই এই ‘হাইড্রেটিং মাস্ক’

ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষার-যুক্ত সাবান বা ফেসওয়াশ ব্যবহার করতে বারণ করা হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখে টোনারও স্প্রে করেন অনেকে। তবে রূপটানশিল্পীরা বলছেন, মুখের আর্দ্রতাজনিত সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা কিন্তু দারুণ কাজের। মাত্র তিনটি উপকরণেই এই ‘হাইড্রেটিং মাস্ক’ তৈরি করা যায়।

কী ভাবে তৈরি করবেন এই ফেস মাস্ক?

শসা, অ্যালো ভেরা এবং দই। এই তিনটি উপাদান দিয়ে বানানো মাস্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি হারানো জেল্লা ফেরাতেও সাহায্য করে।

মিক্সিতে কয়েক টুকরো শসা, অল্প পরিমাণে অ্যালো ভেরার শাঁস এবং অল্প টক দই ব্লেন্ড করে নিন। এ বার মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই মাস্ক মুখে মেখে নিন। মিনিট পনেরো রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Clove-Oil-Benefits:-দাঁতের-প্রবল-যন্ত্রণা-থেকে-নিমেষে-মুক্তি-দেবে-এই-তেল Read Next

Clove Oil Benefits: দাঁতের প্রবল যন্...