You will be redirected to an external website

Clove Oil Benefits: দাঁতের প্রবল যন্ত্রণা থেকে নিমেষে মুক্তি দেবে এই তেল

Clove-Oil-Benefits:-দাঁতের-প্রবল-যন্ত্রণা-থেকে-নিমেষে-মুক্তি-দেবে-এই-তেল

দাঁতের প্রবল যন্ত্রণা থেকে নিমেষে মুক্তি দেবে এই তেল

দাঁতের যন্ত্রণার কষ্ট যে কী মারাত্মক, তা যাঁর হয়েছে সেই বুঝতে পারে। দাঁতে যন্ত্রণা শুরু হলে মানুষ ভাবে কীভাবে কমবে যন্ত্রণা। কারণ যন্ত্রণা হতে থাকলে তা অনেক সময় সহ্যের সীমার বাইরে চলে যায়। তখন যন্ত্রণা কমার ওষুধ খাওয়া ছাড়া বিকল্প উপায় থাকে না। কিন্তু কথায় কথায় ব্যথা কমানোর ওষুধ খাওয়া মোটেই কাজের কাজ নয়। কারণ ওই সব ওষুধের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া থাকে।

দাঁতের যন্ত্রণা কমাতে মোক্ষম ওষুধ হল লবঙ্গের তেল। লবঙ্গের তেল বাজারে কিনতে পাওয়া যায়। ওষুধের দোকানেও তা মেলে। আবার আপনি লবঙ্গ বেঁটে বাড়িতেও তা তৈরি করতে পারেন। যে দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে, সেই দাঁতে এই তেল তুলোয় ভিজিয়ো লাগিয়ে রেখে দিন। কিছুক্ষণ রাখার পরই দেখবেন আরাম মিলছে।

তবে শুধু দাঁতের ব্যথা কমানো নয়। মুখের দুর্গন্ধ ধূর করতেও দারুণ কার্যকরী লবঙ্গ। অনেক সময় দু’বেলা দাঁত মেজেও দুর্গন্ধ যেতে চায় না। ব্যাক্টেরিয়ার কারণেই মূলত এই দুর্গন্ধ হয়। তবে মুখে লবঙ্গ রাখলে সেই সমস্যা আর হবে না। শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষায় লবঙ্গের গুণ অনেক। ভিতর থেকে ফিট থাকতে লবঙ্গ সত্যিই ভীষণ উপকারী। সারা দিনে যদি একটা লবঙ্গও চিবোতে থাকেন, তা হলে অনেক সুফল পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Sleeping-In-AC:-রোজ-রাতে-এসিতে-ঘুমনো-অভ্যেস-হলে-বড়সর-বিপদ-দেখা-দিতে-পারে-স্বাস্থ্যে! Read Next

Sleeping In AC: রোজ রাতে এসিতে ঘুম...