You will be redirected to an external website

Skin Care Tips: চিয়ার চমকে পুজোয় বাড়বে ত্বকের জেল্লা, কী ভাবে বানাবেন ফেসপ্যাক?

Skin-Care-Tips:-চিয়ার-চমকে-পুজোয়-বাড়বে-ত্বকের-জেল্লা,-কী-ভাবে-বানাবেন-ফেসপ্যাক?

কালচে দাগ দূর করতে খুব সাহায্য করে এই বীজ।

ত্বকের জেল্লা ফেরাতে এবং কালচে দাগ দূর করতে খুব সাহায্য করে এই বীজ। ব্রণর সমস্যা কিছুতেই কমছে না? সে ক্ষেত্রেও এই বীজেই হতে পারে মুশকিল আসান। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও ব্যবহার করতে পারেন এই বীজ। ত্বকের হাজারটা সমস্যা দূর করতে চিয়া বীজ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। দেখে নিন কী ভাবে বানাবেন ফেস প্যাক?

চিয়া আর দুধের প্যাক

২ টেবিল চামচ চিয়াবীজ আধ কাপ দুধে ভিজিয়ে রেখে দিন ঘণ্টা খানেক। মিশ্রণটি ঘন হয়ে এলে মিশ্রণটি মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার প্যাকটি ভাল করে মুখে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। প্যাকটি শুকিয়ে গেলে ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন। 

চিয়া, মধু আর অলিভ অয়েলের প্যাক

চিয়া বীজ জলে ভিজিয়ে রাখুন মিনিট ১৫। এর পর সেই মিশ্রণের সঙ্গে মধু আর অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। এ বার তা মুখে লাগিয়ে মালিশ করুন ভাল করে। শুকনো হলে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। তবে এর পর কিন্তু মুখে এক টুকরো বরফ ঘষে নিতে ভুলবেন না। 

চিয়া, ওট্‌স, টক দইয়ের প্যাক

চিয়া বীজ অল্প জলে ভিজিয়ে রাখুন সারা রাত। এর পর ওই মিশ্রণের সঙ্গে টক দই, ওট্‌স আর মধু মিশিয়ে নিন ভাল করে। প্যাকটি আধ ঘণ্টা মুখে লাগিয়ে রাখুন। প্যাকটি শুকিয়ে গেলে ধুয়ে নিন। রোদ, দূষণের জেরে ত্বক শুষ্ক দেখায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

মুরগি-দিয়েই-হোক-স্বাদবদল!-১৫-মিনিটেই-বানিয়ে-ফেলুন-মুর্গ-কাসুন্দি Read Next

মুরগি দিয়েই হোক স্বাদবদ...