You will be redirected to an external website

Orange Peel:ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রূপচর্চা হোক কমলালেবুর খোসাতেই

Orange-Peel:ত্বকের-উজ্জ্বলতা-ধরে-রাখতে-রূপচর্চা-হোক-কমলালেবুর-খোসাতেই

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রূপচর্চা হোক কমলালেবুর খোসাতেই

 শীতে দূষণ বাড়ে, বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যে কারণে এই সময় ত্বক সবচেয়ে বেশি নোংরা হয়। এই সময় ক্রিম, ময়েশ্চারাইজার অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এবার মুখ ঠিকমতো ধোওয়া না হলে ওর উপর ধুলো, বালির স্তর জমতে থাকে। এতে ত্বকে বায়ু চলাচল করার সুযোগ পায় না। চামড়া ফাটে কুঁটকে যায়। শীত এলে আবহাওয়ার কারণেই ত্বকে বেশি টান ধরে। পা ফাটে, চামড়া শুকিয়ে যায়। তাই এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে।

কাজের প্রয়োজনে অধিকাংশ মানুষই এখন এসির মধ্যে বেশি সময় থাকেন। এতে ত্বকের আর্দ্রতা আরও বেশি নষ্ট হয়ে যায়। তাই বাড়িতেও নিয়মিত রূপচর্চা করতে হবে। শীতের দিনে খুব ভাল কাজ করে কমলালেবুর খোসা। এই সময় বাজারে প্রচুর পরিমাণ লেবুও পাওয়া যায়। এই লেবুর খোসা ফেলে না দিয়ে এই সব উপায়ে কাজে লাগান রূপচর্চাতে।

কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে তোলে। কমলালেবুর খোসা ছাড়িয়ে তা এককাপ জলে ফুটিয়ে নিন। সেই জল ছেঁকে একটু ঠান্ডা করে নিয়ে মুখে লাগান। এতে অনেক কাজ হবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

পার্টি-থেকে-ফিরে-মেকআপ-তুলে-লাগিয়ে-নিন-এই-ম্যাসাজ-জেল Read Next

পার্টি থেকে ফিরে মেকআপ ত...