ট্যান দূর করতে টমেটো দারুণ কার্যকর
গরমে নাজেহাল অবস্থা হয়েছে বঙ্গবাসীর। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ছোট থেকে বড় কেউই। হাইড্রেটেড থাকতে প্রচুর পরিমাণে জল পান করছেন। আর ত্বকেও সানস্ক্রিন না মেখে বাড়ির বাইরে পান রাখছেন না। তার সঙ্গে গা ঢাকা সুতির জামাকাপড় পরছেন। কিন্তু তাতেও ট্যান প্রতিরোধ করা যাচ্ছে না। রোদের তেজ যে পরিমাণ তাতে ত্বকের ট্যান প্রতিরোধ করাও সম্ভব নয়। কিন্তু ট্যান তোলা সম্ভব। হ্যাঁ, ঘরোয়া প্রতিকারের সাহায্য নিয়ে ত্বক থেকে ট্যান দূর করতে পারেন।
১) একটা টমেটো অর্ধেক কেটে নিন। উপরে চালগুঁড়ি লাগিয়ে নিয়ে ত্বকের উপর ঘষুন। ৪-৫ মিনিট ঘষে নেওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন আপনি এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন।
২) একটা টমেটো অর্ধেক কেটে নিন। টমেটোর উপরে হলুদ গুঁড়ো লাগিয়ে ত্বকের উপর ঘষে নিন। ৫ মিনিট ঘষে নেওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই উপায়ে টমেটো ব্যবহার করলে ট্যানের সমস্যা নিমেষে দূর হবে।
৩) আপনি ত্বকের উপর সরাসরি টমেটোর ফেসপ্যাকও লাগাতে পারেন। লাল টমেটোর অর্ধেক অংশ পেস্ট করে নিন। এতে পরিমাণমতো বেসন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই ফেসপ্যাকটি ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এতে ট্যান উধাও হয়ে যাবে।