You will be redirected to an external website

চড়া রোদে ত্বক পুড়ে কালো ছোপ? শুধু বরফ দিয়েই সেরে নিন রোজকার রূপচর্চা

চড়া-রোদে-ত্বক-পুড়ে-কালো-ছোপ?-শুধু-বরফ-দিয়েই-সেরে-নিন-রোজকার-রূপচর্চা

শুধু বরফ দিয়েই সেরে নিন রোজকার রূপচর্চা

চড়া রোদে ত্বক পুড়ে কালো ছোপ? অনিদ্রার জন্য চোখের তলায় কালি? হাজার ক্রিম মাখলেও ত্বক ফ্রেশ দেখায় না! খুব সহজেই এবার দূর হবে ত্বকের এসব সমস্য়া। যার জন্য লাগবে শুধু এক টুকরো বরফ। কী করে?

চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করার সবচেয়ে ভালো উপায় হল বরফ। শশার রস মিশিয়ে বরফ তৈরি করুন তারপর তা চোখের চারপাশে লাগান।

ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে বরফ। তার সাথে রক্ত চলাচল সচল রাখে এবং মুখের ছিদ্রগুলিকে হ্রাস করে বরফ। তাই দিন শেষে বাড়িতে ফিরে প্রথমেই ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তার পর মুখের ত্বকে বরফ লাগিয়ে দিন। দেখবেন ফ্রেশনেশ বজায় থাকবে।

ব্রণর মত একাধিক ত্বকের সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে বরফ। প্রভাবিত এলাকায় বরফ লাগালে সেখানের সংক্রমণও হ্রাস হয়ে যায়।

ত্বকে জেল্লা ফেরানোর সহজ উপাদান হল বরফ। দুধ দিয়ে তৈরি বরফ ত্বকে প্রয়োগ করতে পারেন। দেখবেন এতে চটজলদি ত্বকের জেল্লা ফিরবে। ট্য়ান দূর হবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Vitamin-E:-ত্বকের-বেহাল-দশা-দূর-করতে-চাইলে-শুধু-খেলে-হবে-না,-মাখতেও-হবে-ভিটামিন-ই Read Next

Vitamin E: ত্বকের বেহাল দশা দূর...