You will be redirected to an external website

Summer Skincare:ত্বকের কোন কোন সমস্যায় ব্যবহার করবেন অ্যালো ভেরা পাতার নির্যাস

ত্বকের কোন কোন সমস্যায় ব্যবহার করবেন অ্যালো ভেরা পাতার নির্যাস

ত্বকের তো নানা ধরনের সমস্যা। কারও মুখে র‌্যাশ, কারও ব্রণ, আবার কারও রোদে বেরোলেই জ্বালা-পোড়া। এই সমস্যার জন্য আলাদা আলাদা প্রসাধনীও রয়েছে। তবে অনেকেই ত্বকের এই সব ছোটখাট সমস্যায় প্রসাধনী ব্যবহার করতে চান না। বদলে ঘরোয়া টোটকার উপরে ভরসা রাখেন। সে দিক থেকে অ্যালো ভেরা অনেক নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। এই ভেষজ সহজলভ্যও বটে। 

১) পোড়া জায়গায় অ্যালো ভেরা জেল মাখার আগে ত্বক ভাল করে পরিষ্কার করে নিন। মাইল্ড কোনও তরল সাবান দিয়ে ত্বকের উপরের ধুলোময়লা পরিষ্কার করে নিন।

২) যে যে অংশে রোদ লাগে, সেখানে পাতলা করে অ্যালো ভেরা পাতার নির্যাস বা বাজার থেকে কেনা জেল মেখে নিন। ত্বকে যদি খুব সমস্যা না থাকে, সে ক্ষেত্রে হালকা হাতে মাসাজও করতে পারেন।

৩) বাইরে বেরোলেও কিছু ক্ষণ অন্তর শুধু জল দিয়ে মুখ, হাত ধুয়ে আবার অ্যালো ভেরা জেল মেখে নিন। র‌্যাশ, ব্রণের সমস্যা থাকলে আরাম পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Skin-Benefits:-রোজ-খালি-পেটে-একটা-খেজুর-খেলেই-হবে,-ত্বকে-আসবে-চোখে-পড়ার-মতো-বদল Read Next

Skin Benefits: রোজ খালি পেটে একটা ...