You will be redirected to an external website

Dark Circle: ডার্ক সার্কেল তাড়াতে আই-মাস্কের বদলে ঘরোয়া টোটকার সাহায্য নিন

Dark-Circle:--ডার্ক-সার্কেল-তাড়াতে-আই-মাস্কের-বদলে-ঘরোয়া-টোটকার-সাহায্য-নিন

আই-মাস্কের বদলে ঘরোয়া টোটকার সাহায্য নিন

ডার্ক সার্কেল খুব সাধারণ সমস্যা। অনিদ্রা, মানসিক চাপ, দেহে পুষ্টি অভাব ইত্যাদি ডার্ক সার্কেলের সমস্যা বাড়িয়ে তোলে। কিন্তু দিন-দিন চোখের নিচের কালি চওড়া হলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। ডার্ক সার্কেল দূর করতে চাইলে ঘরোয়া টোটকায় অব্যর্থ উপায়। আর সেটা শুরু হয় ডায়েট দিয়ে। ব্যালেন্সড ডায়েট আপনাকে ডার্ক সার্কেল থেকে মুক্তি দিতে পারে। তাজা ফল, স্যালাদ, স্প্রাউটস, দই, দুধ, পনির, ডাল, শাকসবজি, ডিম ও মাছ সবই রাখুন রোজের পাতে। 

শসার সাহায্য নিন: গোল করে শসার পাতলা স্লাইস করে নিন। এটি চোখের উপর ১৫ মিনিট দিয়ে রাখুন। এছাড়া শসার রস বের করে নিন। এতে তুলোর বল ডুবিয়ে চোখের উপর লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। শসা ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি চোখের ক্লান্তি দূর করে। ত্বকের সতেজতা এনে দেয় শসার রস। 

গোলাপ জলের উপর ভরসা রাখুন: গোলাপ জলও চোখের নিচের কালো দাগ ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। তুলোর বলে গোলাপ জলে ভিজিয়ে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। প্রতিদিন এই টোটকা মেনে চললে আপনার ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।

দুধ ও কেশরের যুগলবন্দি: দুধ ডার্ক সার্কেল দূর করতে এবং ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। কেশরও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কাঁচা দুধের মধ্যে দু’টো কেশর ভিজিয়ে দিন। তারপর ওই দুধে তুলোর বল ডুবিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Healthy-Recipes:-লাবড়া-ছাড়াও-পালং-শাক-দিয়ে-বানিয়ে-ফেলতে-পারেন-৩-সুস্বাদু-খাবার Read Next

Healthy Recipes: লাবড়া ছাড়াও পাল...