You will be redirected to an external website

Marigold for Glowing Skin:ত্বক থাকবে কোমল ও মসৃণ যদি ছাদবাগানের গাঁদা ফুল দিয়ে রূপচর্চা করেন

Marigold-for-Glowing-Skin:ত্বক-থাকবে-কোমল-ও-মসৃণ-যদি-ছাদবাগানের-গাঁদা-ফুল-দিয়ে-রূপচর্চা-করেন

মসৃণ ত্বক পেতে গাঁদা ফুলের ফেসপ্যাক ব্যবহার করুন

শীত এলে ছাদবাগানে অনেকেই গাঁদা গাছ বসান। সার দিলে ফুলও হয় সুন্দর। এর বেশি খুব একটা কদর নেই গাঁদা ফুলের। যদি জানতে পারেন যে, গাঁদা ফুল দিয়ে আপনি এই শীতে ত্বকের জেল্লা বাড়াতে পারবেন, তাহলে কি এর কদর বাড়বে আপনার কাছে? ত্বকের যে কোনও সমস্যাকে দূর করে, মুখকে কোমল ও সতেজ করে তুলতে দুর্দান্ত কাজ করে গাঁদা ফুল।

১) দাগছোপ দূর করতে এবং মসৃণ ত্বক পেতে গাঁদা ফুলের ফেসপ্যাক ব্যবহার করুন। তাজা গাঁদা ফুলের পাপাড়ি বেটে নিন। এতে দুধের সর এবং মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর বৃত্তাকারে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে।

২) দীপ্তিময়, উজ্জ্বল ত্বক পেতে আপনি টক দইয়ের সঙ্গে গাঁদা ফুলের ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে তাজা গাঁদা ফুলের পাপড়ি বেটে নিন। এবার এতে টক দই, লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।

৩) শীতের ট্যান এক নিমেষে তুলে দিতে পারে গাঁদা ফুল। গাঁদা ফুলের পাপাড়ি বেটে নিন। এর সঙ্গে এক চামচ বেসন ও কাঁচা দুধ মিশিয়ে নিন। তৈরি ফেসপ্যাক। এই ফেসপ্যাক আপনি মুখে, গলায় ও ঘাড়ে মেখে নিন। ফেসপ্যাক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

অতিথিকে-মিষ্টিমুখ-করান-কমলালেবুর-বরফি-দিয়ে,-রইল-রেসিপি Read Next

অতিথিকে মিষ্টিমুখ করান ...