You will be redirected to an external website

Monsoon Destination: বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? বর্ষায় সফর হোক নীলগিরি হিলস

Monsoon-Destination:-বেড়াতে-যাওয়ার-পরিকল্পনা-করছেন?-বর্ষায়-সফর-হোক-নীলগিরি-হিলস

বর্ষায় সফর হোক নীলগিরি হিলস

মাঝেমধ্যে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ঠিকই। কিন্তু জানালার কোণে বসে বৃষ্টিকে উপভোগ করার অবকাশ নেই। তাই এই সুযোগে এমন জায়গা খুঁজে নিন, যেখানে এখনও পুরোদমে বর্ষা চলছে। যেখানে পাহাড়ের কোলে বসে আপনি বৃষ্টি উপভোগ করতে পারবেন।

তামিলনাড়ুর একদম পশ্চিম দিকে অবস্থিত কুন্নুর। দক্ষিণের জনপ্রিয় পর্যটনকেন্দ্র উটি থেকে মাত্র ১৯ কিলোমিটারের পথ কুন্নুর। কিন্তু উটির মতো খুব বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় না কুন্নুরে। যদিও ট্রাভেল ভ্লগ, ইনস্টা রিলসে ঘুরে বেড়ায় সবুজে মোড়া কুন্নুরের ছবি ও ভিডিয়ো। আর বর্ষা আসতেই ভাইরাল হচ্ছে সেসব পোস্ট। কারণ বর্ষাই উটি ও কুন্নুর বেড়াতে যাওয়ার সেরা সময়।

নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত উটি ও কুন্নুর। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২৪০ মিটার উঁচুতে অবস্থিত উটি। অন্যদিকে, কুন্নুর প্রায় ১,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। যদিও উটির মূল আকর্ষণ হল টয়ট্রেন। তবে, উটি থেকে নীলগিরির সৌন্দর্য উপভোগ করতে আপনাকে যেতে হবে ডোডাবেটা পিক ভিউ পয়েন্ট। 

ডলফিন নোজ় ভিউ পয়েন্ট থেকে শুরু করে ল্যাম্বস রক, জলপ্রপাত, যেখানেই যাবেন, পাবেন সবুজের ছোঁয়া। তার সঙ্গে মনোরম আবহাওয়া। না গরম, না খুব বেশি ঠান্ডা। এই কারণে অনেকেই উটি ও কুন্নুরকে শীতের ডেস্টিনেশন হিসেবে বেছে নেয়। কিন্তু আপনি যদি বর্ষায় এসব জায়গা ঘুরতে যান, তাহলেও নিরাশ হবেন না।

রেলপথ ও আকাশপথ, দু’ভাবেই কুন্নুর যাওয়ার হয়। সেক্ষেত্রে আপনি প্রথমে পৌঁছাতে হবে কোয়েম্বাটোর। সেখান থেকে প্রথমে উটি। তারপর উটি থেকে ১২০ মিটারের পথ কুন্নুর। তাহলে এই বর্ষায় চটজলদি প্ল্যান বানিয়ে নিন উটি ও কুন্নুরের।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Benefits-of-Cycling:-বিদেশ-গিয়েও-সাইকেল-চালাচ্ছেন-শাহিদ-পত্নী,ফিট-থাকতে-সাইক্লিংয়ে-ভরসা Read Next

Benefits of Cycling: বিদেশ গিয়েও সাইক...