You will be redirected to an external website

ভাজা লাচ্ছা সেমাই দিয়ে মুখমিষ্টি করতে চান,জেনে নিন কী ভাবে বানাবেন?

ভাজা-লাচ্ছা-সেমাই-দিয়ে-মুখমিষ্টি-করতে-চান,জেনে-নিন-কী-ভাবে-বানাবেন?-

ভাজা লাচ্ছা সেমাই দিয়ে মুখমিষ্টি করতে চান

ইদ উপলক্ষে ৩-৪ দিন উদ্‌যাপনের আয়োজন তো একটু অন্য রকম হবেই। থাকবে নানা রকম ফল, মুখরোচক ভাজাভুজি, পরোটা, বিরিয়ানি, পোলাও। সঙ্গে মুরগি, খাসির নানা রকম পদ। শেষ পাতে মুখমিষ্টির জন্য থাকবে ফিরনি, সেমাই। সাধারণত সেমাই দিয়ে আমরা দুধের পায়েসই বানিয়ে থাকি। ইদে কিন্তু সেমাইয়ের তেমন পদ বানানো হয় না। ইদের সেমাই হয় শুকনো। ঘিয়ের গন্ধ ভেসে আসে আশপাশ থেকে।বাড়িতে তেমন সেমাই বানানো যায় সহজেই। রইল তার রেসিপি।

উপকরণ:

১) লাচ্ছা সেমাই: ৪০০ গ্রাম

২) ঘি: ৩ টেবিল চামচ

৩) তেল: ৩ টেবিল চামচ

৪) ছোট এলাচগুঁড়ো: আধ চা চামচ

৫) চিনি গুঁড়ো: দেড় কাপ

৬) নারকেল কোরানো: আধ কাপ

৭) কাজুবাদাম কুচি: ২ টেবিল চামচ

৮) কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ

৯) পেস্তাবাদাম কুচি: ২ টেবিল চামচ

১০) শুকনো ফল কুচি: ২ টেবিল চামচ

প্রণালী:

প্রথমে একটি কড়াইতে সামান্য ঘি দিয়ে সব রকম বাদাম ভেজে তুলে রাখুন।

এর পর ওই ঘিয়ের মধ্যে সেমাই দিয়ে হালকা করে ভেজে নিন। উপর থেকে সামান্য একটু এলাচ গুঁড়ো দিন।

এ বার মিহি করে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে নাড়তে থাকুন যত ক্ষণ না পর্যন্ত চিনি একেবারে মিশে যায়। তার পর উপর থেকে নারকেল কোরা আর ভেজে রাখা বাদাম ছড়িয়ে দিন।

চিনির রস একদম শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।

পরিবেশন করার আগে উপর থেকে শুকনো ফল ছড়িয়ে সাজিয়ে নিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

গরমে-ঠান্ডা-বিয়ারে-চুমুক-দিয়েই-অনেকে-স্বস্তির-নিঃশ্বাস-ফেলেন,স্বাস্থ্যের-কোনও-উন্নতি-হয়-কি? Read Next

গরমে ঠান্ডা বিয়ারে চুমু...