পানিফল খেলে শরীরে জলের ঘাটতিও পূরণ হয়
বন্ধুদের মুখে পানিফলের আটার নানা গুণের কথা শুনেছেন। পানিফল জলে জন্মায়। তার মধ্যে জলের পরিমাণ বেশি থাকবে, এ তো স্বাভাবিক। পানিফল খেলে শরীরে জলের ঘাটতিও পূরণ হয়। এ ছাড়া পানিফলের মধ্যে রয়েছে ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি ১২, ভিটামিন সি-এর মতো খনিজ।
পুষ্টিবিদেরা বলছেন, পানিফলের আটার মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার। এই দু’টি উপাদান অন্ত্র ভাল রাখতে এবং বিপাকহার বাড়িয়ে তুলতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য নিরাময়েও সাহায্য করে এই আটা। বিপাকহার ভাল হলে ওজন ঝরানোর কাজটিও সহজ হয়ে যায়। অনেকেই হয়তো জানেন না, উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম একটি উৎস হল পানিফল।
বাইরের খাবার, ভাজাভুজি খাওয়ার কারণে হজমের সমস্যা লেগেই থাকে। হজমসংক্রান্ত যে কোনও সমস্যার চটজলদি সমাধান লুকিয়ে রয়েছে পানিফলে। শরীরে জলের ঘাটতি হলেও অনেক সময়ে হজমের সমস্যা দেখা দেয়। পানিফল খেলে সেই সমস্যাও বশে থাকে।যাঁদের ডায়াবিটিস রয়েছে, তাঁরা নিশ্চিন্তে পানিফলের আটা খেতে পারেন। কারণ, এই আটার গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। তাই এই আটা দিয়ে তৈরি খাবার খেলে হঠাৎ করে রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় থাকে না।