You will be redirected to an external website

No Sugar Diet: দ্রুত রোগা হতে কোন খাবারগুলি খাবেন, কোনগুলি এড়িয়ে চলবেন?

No-Sugar-Diet:-দ্রুত-রোগা-হতে-কোন-খাবারগুলি-খাবেন,-কোনগুলি-এড়িয়ে-চলবেন?

দ্রুত রোগা হতে কোন খাবারগুলি খাবেন

রোগা হতে চাইলে জীবন থেকে অনেক কিছু বাদ দিতে হয়। চিনি তার মধ্যে অন্যতম। চিনি খাওয়া বন্ধ করে দিলেই ওজন কমানো অনেক সহজ হয়ে যায়। পুষ্টিবিদদেরও একই মত। শরীরচর্চা না করা, ঘুমের ঘাটতি, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, মানসিক চাপ— ওজন বেড়ে যাওয়ার নেপথ্যে এই কারণগুলি ছাড়াও অত্যধিক চিনি খাওয়ার অভ্যাসেও রয়েছে। তাই ওজন ঝরানোর পর্বে প্রথমেই চিনি খাওয়া বন্ধ করে দেন অনেকে। মিষ্টি, চকোলেট তো নয়-ই, এমনকি, চায়ে চিনি খাওয়া বন্ধ করে দেন। ইদানীং ‘নো সুগার ডায়েট’ বেশ জনপ্রিয় হয়েছে। তবে চিনি খাওয়া বন্ধ করে দেওয়া মানেই যে ডায়েট সফল, তা কিন্তু নয়। এমন অনেক খাবারই আছে যেগুলিতে চিনির পরিমাণ বেশি। এই ধরনের ডায়েট করলে সে রকম খাবার খাওয়া বন্ধ করতে হবে।

শর্করাজাতীয় খাবার

টম্যাটো সস্, বার্বিকিউ সস্, স্যালাড ড্রেসিং-এর মতো কিছু খাবারে ঠাসা শর্করা আছে। চিনি খাওয়া বন্ধ করলে এগুলি খাওয়াও ছাড়তে হবে। নয়তো চিনি না খাওয়ার কোনও সুফল পাবেন না।

ড্রাই ফ্রুটস

শরীরের জন্য ড্রাই ফ্রুটস উপকারী হলেও ডায়েটের পর্বে এগুলি না রাখলেই ভাল। কারণ ওজন বৃদ্ধি করতে ড্রাই ফ্রুটস যথেষ্ট। কিশমিশ, খেজুরের মতো কিছু ড্রাই ফ্রুটসে চিনি আছে ভরপুর পরিমাণে। নো সুগার ডায়েট করলে এগুলি এড়িয়ে চলাই জরুরি।

প্রক্রিয়াজাত খাবার

কুকিজ, ক্যান্ডি, চিপ্‌স নো সুগার ডায়েটে থাকলে না খাওয়াই শ্রেয়। কারণ এই খাবারগুলিতে ভরপুর পরিমাণে চিনি রয়েছে। সরাসরি চিনি খাচ্ছেন না, অথচ এই খাবারগুলি খাচ্ছেন, তাতে আখেড়ে কোনও লাভ হবে না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

লোটে-মাছ-খেতে-চান-না?-চিতলের-বদলে-লোটে-মাছের-মুইঠ্যা-বানিয়ে-দেখুন Read Next

লোটে মাছ খেতে চান না? চিত...