You will be redirected to an external website

Vitamin C Fruits: এই গরমে দেহে ভিটামিন সি-এর ঘাটতি মেটাতে কোন ফল খাবেন?

Vitamin-C-Fruits:-এই-গরমে-দেহে-ভিটামিন-সি-এর-ঘাটতি-মেটাতে-কোন-ফল-খাবেন?

ভিটামিন সি-এর ঘাটতি মেটাতে কোন ফল খাবেন?

এই মরশুমে রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে হলে দেহে পর্যাপ্ত পরিমাণ তরল ও ভিটামিন সি অপরিহার্য। ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে দেহের অক্সিডেটিভ চাপ কমায়। ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করতে বেশিরভাগ মানুষ কমলালেবুকে বেছে নেয়। কিন্তু এই গরমে কমলালেবু মিলবে না। তাহলে কোন খাবার খেয়ে দেহে ভিটামিন সি-এর ঘাটতি মেটাবেন, রইল টিপস।

গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে পাকা পেঁপে। এই ফলও ভিটামিন সি-তে ভরপুর। ১০০ গ্রাম পাকা পেঁপেতে ৬০ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে।  ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী পাকা পেঁপে। এই ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে, যা হজম স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। ওজন কমাতেও খেতে পারেন এই ফল।

আর কয়েক সপ্তাহ ধরে ভাল মানের পেয়ারাও মিলবে বাজারে। ১০০ গ্রাম পেয়ারায় ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও পেয়ারার মধ্যে ডায়েটরি ফাইবার, পটাশিয়াম ও ভিটামিন এ রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। পেয়ারার মধ্যে এমন বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ চাপ কমায়। এর জেরে শারীরিক প্রদাহও কমে।

 হয়তো মে মাসের শুরু থেকেই পাকা আম খেতে পারবেন। যদিও এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। ১০০ গ্রাম আমের মধ্যে ৩৯ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে আম দুর্দান্ত কাজ করে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Home-Plants:-গরমে-গাছের-উপরই-রাখুন-ভরসা,-ঘর-ঠান্ডা-রাখতে-সাহায্য-করে-এই-গাছগুলি Read Next

Home Plants: গরমে গাছের উপরই রাখ�...

Related News