You will be redirected to an external website

উজ্জ্বল ত্বকের জন্য হেঁশেলের কোন দুই উপকরণে ভরসা রাখেন অভিনেত্রী Katrina Kaif?

উজ্জ্বল-ত্বকের-জন্য-হেঁশেলের-কোন-দুই-উপকরণে-ভরসা-রাখেন-অভিনেত্রী-ক্যাটরিনা-কাইফ?

তাঁর এই জেল্লাদার ত্বকের রহস্য কী? 

অনেকেই জানেন, ক্যাটরিনা খুবই স্বাস্থ্যসচেতন। তাই খাওয়াদাওয়া থেকে রূপচর্চা, সবেতেই তিনি ঘরোয়া জিনিসের উপর ভরসা রাখেন। অন্যান্য অভিনেত্রী যেখানে নিজেদের মেকআপ নিয়ে অত্যন্ত সচেতন, সেখানে ক্যাটরিনা নির্দ্বিধায় নিজের ‘নো মেকআপ লুক’-এর ছবি পোস্ট করেন। তাঁর এই জেল্লাদার ত্বকের রহস্য কী? হেঁশেলের দু’টি উপকরণের উপর ভরসা করেন তিনি। মধু এবং ওটস। এই দু’টি উপকরণ দিয়ে প্যাক বানিয়ে প্রতিদিন মুখে মাখেন ক্যাটরিনা

একটি পাত্রে ওটমিল এবং মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখেন ক্যাটরিনা। যাঁদের শুষ্ক ত্বক, তাঁদের জন্য এই টোটকা বিশেষ ভাবে উপকারী। এ ছাড়াও ঘুম থেকে উঠে প্রতিদিন বরফজলে মুখ কিছু ক্ষণ মুখ ডুবিয়ে রাখেন অভিনেত্রী। এই টোটকায় মুখের ফোলাভাব অনেকটা কমে যায়।

শরীরচর্চা

তবে শুধু বাইরে থেকে চর্চা করলে তো হবে না! ভিতর থেকে শরীর সুস্থ রাখাও জরুরি। ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে নিয়মিত শরীরচর্চা করেন ক্যাট।

ডায়েট

ত্বকের জেল্লা ধরে রাখতে খাবারের দিকেও নজর দিতে হবে। ক্যাটরিনার পছন্দ ম্যাক্রোবায়োটিক ডায়েট। তাই তাঁর সকাল শুরু হয় টাটকা সব্জি সেদ্ধ এবং ফল দিয়ে। সারা দিনে প্রতি দু’ঘণ্টা অন্তর খাবার খান ক্যাটরিনা। কার্ব বাদে, বেশি পরিমাণ ফাইবার থাকে তাঁর থাকে খাদ্যতালিকায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

এই-তেলের-মাত্র-দু-ফোঁটাতেই-ত্বক-হবে-কাঁচের-মত-চকচকে... Read Next

এই তেলের মাত্র দু ফোঁটাত...