You will be redirected to an external website

ডান্ডার কেরামতিতেই মেদ ঝরানোর কৌশল দেখালেন অভিনেত্রী মালাইকা

ডান্ডার-কেরামতিতেই-মেদ-ঝরানোর-কৌশল-দেখালেন-অভিনেত্রী-মালাইকা

পেটের মেদ ঝরাতে ঠিক কী করবেন

ওজন ঝরানোর সময়ে আমরা সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়ি মধ্যপ্রদেশ ও তার চারপাশে জমা চর্বি কমাতে। ভুঁড়ি কমানো মুখের কথা নয়। তবে অসম্ভবও নয়। নাছোড়বান্দা মেদ ঝরিয়ে ছিপছিপে কোমর পেতে কালঘাম ছুটলেও সঠিক নিয়ম মেনে শরীরচর্চা করতে পারলেই মিলবে সমাধান! ইচ্ছা থাকলেই উপায় বেরোয়। তার জন্য জিমে ছুটতে হয় না। মুঠো মুঠো বাজারচলতি ক্ষতিকর সাপ্লিমেন্টও খাওয়ার প্রয়োজন নেই।

পেটের মেদ ঝরাতে ঠিক কী করবেন— এ বার তার হদিস দিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। অভিনেত্রী নিয়মিত তাঁর ইনস্টাগ্রামের পাতায় অনুরাগীদের সুবিধার্থে যোগাসন ও নানা ব্যায়ামের ভিডিয়ো শেয়ার করেন। কোন ব্যয়াম করলে কী সুবিধা হতে পারে, তা-ও বলে দেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে মালাইকা দেখিয়েছেন কী ভাবে একটি লাঠির কামালেই মপেটের মেদ ঝরবে দ্রুত।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, হালকা বেগুনি রঙের স্পোর্টস ব্রা আর জিম প্যান্ট পরে শরীরচর্চায় মেতেছেন মালাইকা। বাঁশের লাঠি হাতে নিয়েই বছর ৪৯ এর অভিনেত্রী ‘ডান্ডা যোগ’ করছেন। কী ভাবে তা করতে হয়, সুন্দর ভাবে ভক্তদের দেখিয়েও দিয়েছেন তিনি। রইল সেই ভিডিয়ো। তবে মালাইকা যেই ব্যায়ামটি করেছেন, সেটি ডান্ডা আসনের নমুনা মাত্র। লাঠি হাতে একাধিক যোগই করা যায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

শীতের-সন্ধ্যায়-চায়ের-আসরে-‘টা’-হিসাবে-রাখতে-পারেন-মুরগির-কলমি-কবাব... Read Next

শীতের সন্ধ্যায় চায়ের আস...