You will be redirected to an external website

Skin Care Tips: ত্বকের আর্দ্রতা ও জেল্লা ধরে রাখতে কী খাবার রাখবেন ডায়েটে?

Skin-Care-Tips:-ত্বকের-আর্দ্রতা-ও-জেল্লা-ধরে-রাখতে-কী-খাবার-রাখবেন-ডায়েটে?

জেল্লাদার ত্বক পেতে ডায়েটে কী কী রাখবেন?

ত্বক ভাল রাখতে অনেকেই ভরসা রাখেন বাজারচলতি কিছু প্রসাধনীর উপর। কিন্তু সমস্যার সমাধান সব সময়ে লুকিয়ে থাকে সমস্যার মূলেই। মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন, সূর্যের ক্ষতিকর রশ্মি, বাইরের ধুলোবালি, দূষণ— সব মিলিয়ে ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে। মরসুম বদলের সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হয়ে যায়, বলিরেখা পড়তে শুরু করে।

পেঁপে: পেঁপেতে জলের পরিমাণ বেশি এবং সোডিয়াম কম। এতে ভিটামিন এ, সি, ফোলেট, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে। নিস্তেজ ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে হলে নিয়মিত পেঁপে খেতে পারেন।

ঘি: ত্বকের জেল্লা বাড়াতে ঘি অবশ্যই খাদ্যতালিকায় রাখুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং জেল্লা বৃদ্ধিতে ঘি ভীষণ উপকারী। এ ক্ষেত্রে রান্নায় বেশি ঘি ব্যবহার না করলে দুধে ঘি মিশিয়ে খেতে পারেন।

টোম্যাটো: টোম্যাটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যার সমাধানও করে। ত্বক পরিচর্যায় টোম্যাটোও হয়ে উঠতে পারে অন্যতম উপাদান। ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে টোম্যাটো মাখলেই হবে না, খেতেও হবে। স্যালাডে বেশি করে টোম্যাটো খান।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Janmashtami-Special:-জন্মাষ্টমীতে-বাড়িতেই-বানিয়ে-নিন-তালের-শাহী-বরফি,-রইল-রেসিপি Read Next

Janmashtami Special: জন্মাষ্টমীতে বা...