You will be redirected to an external website

বাটার চিকেন পছন্দ করেন? এই স্বাদের আইসক্রিম পেলে চেখে দেখবেন কি?

বাটার-চিকেন-পছন্দ-করেন?-এই-স্বাদের-আইসক্রিম-পেলে-চেখে-দেখবেন-কি?

বাটার চিকেন আইসক্রিম পাবেন কোথায়?

এমন অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে ইচ্ছে করে না। ঠিক যেমন নতুন ভাইরাল হওয়া বাটার চিকেন আইসক্রিমের ভিডিয়ো। ভাবছেন তো এ আবার কি, বাটার চিকেন আইসক্রিম! সেটা কী করে সম্ভব? এ আবার হয় নাকি?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক রন্ধনশিল্পী ছোট ছোট বাটিতে বরফে জমানো বাটার চিকেন আইসক্রিম পরিবেশন করছেন। সঙ্গে আবার পুদিনার চাটনি। এই ভিডিয়ো দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। অনেকের মতে, বাটার চিকেন আইসক্রিম, আসলে আইসক্রিম এবং মুরগি দুইয়েরই অপমান। খাবার নিয়ে এ রকম পরীক্ষা-নিরীক্ষা কি না করলেই নয়, প্রশ্ন অনেকের।

‘ফুডভুডইন্ডিয়া’ নামে ইনস্টাগ্রামে একটি পেজ থেকে ১৯ সেপ্টেম্বর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এবং ১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি দর্শক পছন্দ করেছেন এটি। তবে কোথায় গেলে এই খাবার চেখে দেখার সুযোগ মিলবে তার হদিস মেলেনি ভিডিয়োতে।

ইদানীং বাজারে ফিউশন খাবারের রমরমা। এই পুজোয় কলকাতায় যেমন গন্ধরাজের সঙ্গে নানা খাবারের মেলবন্ধন বেশ ‘হিট’। দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার ফাঁকে অনেকেই গন্ধরাজ রোল, গন্ধরাজ মোমো কিংবা গন্ধরাজ বিরিয়ানির স্বাদ চেখে দেখেছেন। কারও পছন্দ হয়েছে কেউ আবার মনে করেন বিরিয়ানির সঙ্গে ছেলেখেলা না করাই ভাল!

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

কেক-না-বাসন-মাজার-স্পঞ্জ-বোঝা-দায়,-হলদে-সবুজ-রঙের-এই-বিশেষ-কেকের-স্বাদ-নেবেন-নাকি? Read Next

কেক না বাসন মাজার স্পঞ্জ ...