You will be redirected to an external website

Nails Care: নখ একটুতেই ভেঙে যায়,প্রাকৃতিক তেল দিয়ে যত্ন নিন

Nails-Care:-নখ-একটুতেই-ভেঙে-যায়,প্রাকৃতিক-তেল-দিয়ে-যত্ন-নিন

সুন্দর নখ কার না ভাল লাগে

সুন্দর নখ কার না ভাল লাগে। কিন্তু অনেক সময় একটু আঘাতেই নখ ভেঙে যায়। তখন নখের আকৃতি বজায় রাখতে বাকি আঙুলের নখগুলোও কেটে ফেলতে হয়।ঘরের টুকটাক কাজ করতে গিয়ে নখ ভেঙে যাওয়া খুব সাধারণ। কিন্তু ঘন ঘন নখ ভাঙতে থাকলে, সাবধান হওয়া জরুরি। নখ ভঙ্গুর হয়ে উঠলে তার যত্ন নেওয়া দরকার। নখের যত্ন নিতে গিয়ে সবসময় মেডিকিওর বা নেইল আর্ট করানো সম্ভব নয়। তার চেয়ে নখে কিউটিকল অয়েল লাগান। বাজারচলতি কিউটিকল অয়েলের বদলে প্রাকৃতিক তেলও মাখতে পারেন।

নখের উপর নারকেল তেল লাগান। নারকেল তেল নখকে সংক্রমণ, ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করে। পাশাপাশি নখের বৃদ্ধিতে সাহায্য করে। নারকেল তেল ব্যবহার করলে নখ চট করে ভাঙবে না।ক্যাস্টর অয়েল ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এটি নখের চারপাশের ত্বক রক্ত সঞ্চালন সচল রাখে এবং কিউটিকলকে হাইড্রেটেড রাখে। ক্যাস্টর অয়েল ব্যবহার করলে নখ ভাল থাকবে।লবঙ্গের তেল আপনার নখকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। নখের প্রদাহ কমাতে এবং স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে লবঙ্গের তেল।

সুন্দর নখ পাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে ভিটামিন ই তেল। ভিটামিন ই তেল নখের যাবতীয় সমস্যার সমাধান করে দেয়। নখকে হাইড্রেটেড রাখে এবং নখকে চট ভাঙতে দেয় না। নখের যত্নে সহায়ক অলিভ অয়েল। অলিভ অয়েল নখকে ভঙ্গুর হওয়া থেকে প্রতিরোধ করে। তাছাড়া অলিভ অয়েল নখের কিউটিকল নরম রাখতে সাহায্য করে। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Jhulan-Yatra:--মালপোয়া-বানিয়ে-ঝুলনে-নিবেদন-করুন-বাড়ির-গোপালকে Read Next

Jhulan Yatra: মালপোয়া বানিয়ে ঝুল...