You will be redirected to an external website

Anti Dandruff Shampoo: শ্যাম্পুর সঙ্গে এই দুটি উপাদান মিশিয়ে লাগালেই খুশকি-চুল পড়া একদম বন্ধ

Anti-Dandruff-Shampoo:-শ্যাম্পুর-সঙ্গে-এই-দুটি-উপাদান-মিশিয়ে-লাগালেই-খুশকি-চুল-পড়া-একদম-বন্ধ

শীত আসা মানেই ত্বকের হাজারো সমস্যার শুরু

শীত আসা মানেই ত্বকের হাজারো সমস্যার শুরু। শীতকালে ত্বক রুক্ষ্ম শিষ্ক তো থাকেই এছাড়াও হারিয়ে যায় ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা। অনেকের চামড়া ফেটে যায়। এদিকে শীতে পার্টি-বিয়েবাড়ি অনেক বেশি থাকে। রোজ না হলেও কোথাও যাওয়ার থাকলে মেকআপ তো করতেই হবে। ফাটা মুখে মেকআপ লাগালে মুখের বারোটা বেজে যায়। চামরা আরও অনেক বেশি খসখস করে শীতে এমনিতেই দূষণ বেশি। আবহাওয়ার কারণে চুল বেশি পড়ে। খুশকির সমস্যা তো লেগেই থাকে। যাঁর সারাবছর খুশকির সমস্যা থাকে না শীতে তারও খুশকি হয়। শীতে দূষণ বেড়ে যায়, যে কারণে ধুলো-ময়লা জাঁকিয়ে বসার সুযোগ পায়

খুশকি দূর করতে অনেকেই লেবু ব্যবহার করেন। তবে শ্যাম্পু করার সময় এই কয়েকটি টোটকা মাথায় রাখতে পারলে খুশকির সমস্যা অচিরেই দূর হয়ে যাবে। এই নিয়মে শ্যাম্পু করলে চুলে আলাদা করে কন্ডিশনার লাগানোর প্রয়োজন পড়বে না আর চুল অনেক বেশি চকচকেও থাকবে ভাতের মাড় চুলের জন্য খুব ভাল কাজ করে। ভাতের মাড় ছোট একবাটি নিয়ে ঠান্ডা করে নিন। এবার ওতে যে শ্যাম্পু ব্যবহার করেন তা বড় এক চামচ মিশিয়ে দিতে হবে। এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস, এক থেকে দু চামচ মধু মেশান

এই সব কিছু ভাল করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে চুল ভিজিয়ে প্রথমে একবার ভাল করে শ্যাম্পু করে নিতে হবে। চুল ধুয়ে আবারও একবার ঘষে ঘষে এই শ্যাম্পু লাগিয়ে নিন চুল ভাল করে ধুয়ে নিন। এবার ২ চামচ জলে তিন ফোঁটা নারকেল তেল আর ১০ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে সিরাম বানিয়ে নিন। চুল যখ অর্ধেক শুকনো হবে তখন এই সিরাম লাগিয়ে নিতে হবে। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Benefits-of-Curd:-শীতকালে-টক-দই-খাওয়া-কি-স্বাস্থ্যকর,-নাকি-ঠান্ডা-লেগে-যাওয়ার-আশঙ্কা-থাকে? Read Next

Benefits of Curd: শীতকালে টক দই খাও...