You will be redirected to an external website

Winter Skin care:শীতের সকালে গ্লিসারিন ব্যবহার করলে সারাদিন ত্বক নিয়ে আর কোনও চিন্তা থাকবে না

Winter-Skin-care:শীতের-সকালে-গ্লিসারিন-ব্যবহার-করলে-সারাদিন-ত্বক-নিয়ে-আর-কোনও-চিন্তা-থাকবে-না

শীত মানে ত্বকের একটু বেশি যত্ন নিতে হয়

শীত মানে ত্বকের একটু বেশি যত্ন নিতে হয়। উত্তুরে হাওয়াতে ত্বকের উপর অনেক বেশি প্রভাব পড়ে। এতে ত্বক ফেটে যায়, শুকনো হয়ে যায়। আর তাই শীতের দিনে ক্রিমের পাশাপাশি গ্লিসারিনও ব্যবহার করুন একটা বোতলের মধ্যে গ্লিসারিন আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে রেখে দিন। স্নানের পর গা মুছে এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সারাদিন আর কোনও চিন্তাল থাকে না। দু চামচ গোলাপ জল হলে এক চামচ গ্লিসারিন মেশাতে হবে বেসনের মধ্যে হাফ চামচ হলুদ মিশিয়ে নিন। এবার এক চামচ গোলাপ দল, হাফ চামচ গ্লিসারিন, হাফ চামচ বডি শ্যাম্পু দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে নারকেল তেল অল্প করে মুখে ম্যাসাজ করে নিতে হবে

এতে ব্লাড সার্কুলেশন বাড়ে, যে কারণে মুখ ভাল গ্লো করে। নারকেল তেল খুব ভাল করে লাগিয়ে এতে বেসনের ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। এতে স্কিন ভাল করে পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে অন্তত দু দিন এই ব্যাক লাগান এই প্যাক লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন। এরপর ইষদুষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে মুখ খুব ভাল করে মুছে নিতে হবে। ব্রণ-ফুসকুড়ির সমস্যাও দূর করা যায় এই প্যাক লাগালে এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তোয়ালে দিয়ে মুখ ভাল করে মুছে নিন। মুখ শুকনো করে এক চামচ গোলাপ জল, আট ফোঁটা গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে পুরো মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে

শুধু মুখ নয়, হাত-পা সহ পুরো শরীরেই লাগিয়ে নিন এই গ্লিসারিনের প্যাক। সারা দিন ত্বক নরম থাকবে, উজ্জ্বল থাকবে। ধুলো ময়লা চিটে ত্বক খসখসে হয়ে যাবে না। তবে বাড়ি ফিরে মুখ ভাল করে ধুয়ে নিতে ভুলবেন না শীতকালে মুখ ভাল করে পরিষ্কার করে নিতে ভুলবেন না। শীতে মুখে ক্রিম, লোশন এসব বেশি ব্যবহার করা হয়। সেই সঙ্গে দূষণ, ধুলো-বালি এসবও অনেক বেশি থাকে। মুখের মধ্যে সেই সব ময়লার স্তর পড়ে ত্বক আরও বেশি খারাপ হয়ে যায়

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Dark-Circle:--ডার্ক-সার্কেল-তাড়াতে-আই-মাস্কের-বদলে-ঘরোয়া-টোটকার-সাহায্য-নিন Read Next

Dark Circle: ডার্ক সার্কেল তাড়া...