You will be redirected to an external website

Friday holiday: ফ্রাইডের ছুটিতে সাক্ষী থাকুন ইতিহাসের, বেড়িয়ে আসুন দেশের এই তিন গির্জায়

Friday-holiday:-ফ্রাইডের-ছুটিতে-সাক্ষী-থাকুন-ইতিহাসের,-বেড়িয়ে-আসুন-দেশের-এই-তিন-গির্জায়

ফ্রাইডের ছুটিতে সাক্ষী থাকুন ইতিহাসের

গুড ফ্রাই ডে মানেই খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব। কিন্তু কথায় আছে, “ধর্ম যার যার, উৎসব সবার”। সে কথা মাথায় রেখেই না হয় এবার বেড়ানোর তালিকা তৈরি হোক। বেড়ানোর পাশাপাশি জেনে নেওয়া যেতে পারে প্রাচীন এই ধর্মের ইতিহাস। দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা সেই চার্চগুলোর ইতিহাসও জেনে নিতে পারেন।

সে ক্যাথিড্রাল চার্চ
হাতে আরও একদিন সময় থাকলে পর্তুগিজ গঠনশৈলিতে তৈরি সে ক্যাথিড্রাল চার্চ থেকেও বেড়িয়ে আসতে পারেন। গির্জার সামনের অংশ দেখে মন জুড়িয়ে যাবেই। গোয়ায় পৌঁছে রোড ট্রিপে চলে যান সে ক্যাথিড্রাল চার্চে। 

ক্রাইস্ট চার্চ
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। এই সময় মনটা বড্ড পাহাড় পাহাড় করে। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে শ্বেতশুভ্র পাহাড়ের ছবি। ছুটি নিয়ে শিমলা বেরিয়ে এলে কেমন হয়? তবে এক কম ছুটি শিমলায় বড় ট্রিপ করা কঠিন। তাই শুধুমাত্র শিমলায় থেকে ঘুরে নিতে পারেন উত্তর ভারতে দ্বিতীয় প্রাচীন গির্জা- দ্য ক্রাইস্ট চার্চ। ১৮৫৭ সালে নিও গথলিক রীতিতে তৈরি হয়েছে গির্জাটি। কাঁচের জানলাগুলিও কাড়বে মন।

ব্যাসিলিকা বোম জেসাস
তিনদিনের ছুটিতে পুরো গোয়া বেড়ানো কার্যত অসম্ভব। কিন্তু কান পেতে ইতিহাস শুনতে হলে পৌঁছে যান ব্যাসিলিকা বোম জেসাসে। যেখানে ৫ ধরনের প্রাচীন গঠনশৈলী একসঙ্গে দেখতে পাবেন-রোমান, আইওনিক, ডোরিক, কোরিনথিয়ান ও কম্পোজিট। গির্জার মেঝেতে রয়েছে মার্বেল। আর দেওয়ালে রয়েছে বহু মূল্যবান পাথর। চোখ ধাঁধিয়ে দিতে পারে গির্জার অন্দরসজ্জা। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss:মোটা-হয়ে-যাবেন-বলে-আঙুর-খাচ্ছেন-না?এই-ধারণা-কি-ঠিক? Read Next

Weight Loss:মোটা হয়ে যাবেন বলে আ...