You will be redirected to an external website

Skin care: পুজোয় মুখের জেল্লা কমে গিয়েছে?অষ্টমীর আগে ঔজ্জ্বল্য ফেরাবেন কী করে?

Skin-care:-পুজোয়-মুখের-জেল্লা-কমে-গিয়েছে?অষ্টমীর-আগে-ঔজ্জ্বল্য-ফেরাবেন-কী-করে?

অষ্টমীর আগে ত্বকে কী ভাবে জেল্লা ফেরাবেন ভাবছেন

অষ্টমীর আগে ত্বকে কী ভাবে জেল্লা ফেরাবেন ভাবছেন? মুশকিল আসান হতে পারে চিনি দিয়ে। স্বাস্থ্য সচেতন মানুষ ইদানীং সাদা চিনির পরিবর্তে বাদামি চিনি ব্যবহার করছেন। তাতে স্বাস্থ্যের উন্নতি হবে কি না বলা মুশকিল, তবে এই চিনি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে দারুণ উপকারী! কী ভাবে ব্যবহার করবেন?

১) ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে

জেল্লাহীন ত্বককে উজ্জ্বল করতেও বাদামি চিনির জুড়ি মেলা ভার। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বাদামি চিনি। অলিভ অয়েলের সঙ্গে কয়েক চামচ বাদামি চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। হালকা গরম জলে তোয়ালে ভিজিয়ে আলতো করে মুখ মুছে ফেলুন।

২) ত্বকের মৃত কোষ দূর করতে

জেল্লাহীন ত্বকের অন্যতম কারণ হল ত্বকের উপর মরা কোষের স্তর। বাদামি চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে। এই উপাদানটি ত্বককে গভীর ভাবে পরিষ্কার করে মরা কোষগুলি দূর করতে সাহায্য করে। এক চা চামচ নারকেল তেল সামান্য গরম করে তার সঙ্গে দু’চা চামচ বাদামি চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

চিংড়ি-দিয়েও-হতে-পারে-মুইঠ্যা,-নবমীর-মেনুতে-রাখবেন-নাকি Read Next

চিংড়ি দিয়েও হতে পারে মু...