You will be redirected to an external website

World's Expensive Water: বিশ্বের সবচেয়ে মহার্ঘ্য পানীয়ের দাম কত? কী রহস্য লুকিয়ে বোতলে?

World's-Expensive-Water:-বিশ্বের-সবচেয়ে-মহার্ঘ্য-পানীয়ের-দাম-কত?-কী-রহস্য-লুকিয়ে-বোতলে?

বিশ্বের সবচেয়ে দামি জলের শিরোপা

সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল খাওয়ার কোনও বিকল্প নেই। কিন্তু জলের দাম যদি আকাশছোঁয়া হয়, তা হলে কিন্তু সত্যিই মুশকিল। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি জলের নাম এবং দাম প্রকাশ্যে এসেছে। ‘অ্যাকোয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আ মোদিগিলানি’। ২০১০ সালে বিশ্বের সবচেয়ে দামি জলের শিরোপা পেয়েছে। দাম ৪৫ লক্ষ টাকা।

জল প্রাকৃতিক দান। প্রকৃতির দেওয়া জিনিসের এত দাম কেন, তা নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। অবশ্য তার রহস্য লুকিয়ে রয়েছে বোতলে। ৭৫০ মিলিলিটার জলের বোতল তৈরি হয়েছে ২৪ ক্যারাটের সোনা দিয়ে। বোঝাই যাচ্ছে, সাধারণ মানুষের সাধ্যের অনেকটা বাইরে এই জল।

বহুমূল্য এই জলে নাকি মেশানো থাকে ৫ গ্রাম ২৪ ক্যারেটের খাঁটি সোনা। এতে জলে ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়। ফ্রান্সের একটি ঝর্না, ফিজি দ্বীপের একটি প্রস্রবণ এবং আইসল্যান্ডের হিমবাহ— পৃথিবীর এই তিনটি অংশ থেকে জল ভরা হয় বোতলে। এক দশক আগে এক বোতল জল নিলামে বিক্রি হয়েছিলে ৬০ হাজার ডলারে। ভারতীয় টাকায় যার দাম প্রায় ৫০ লক্ষ টাকা। মহার্ঘ্য এই জলের বোতলটির নকশা করেছেন ফার্নান্দো আলতামিরানো নামে একজন শিল্পী।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

মশার-উপদ্রব-থেকে-বাঁচতে-স্প্রে-ব্যবহার-করতে-চান-না?মশা-তাড়াতে-কাজে-লাগবে,-এমন-গাছের-নাম-জানেন Read Next

মশার উপদ্রব থেকে বাঁচতে ...