You will be redirected to an external website

Coffee Face Mask:ত্বকের জেল্লা নিয়ে চিন্তায় পড়েছেন?হাতের কাছেই রয়েছে সমাধান

Coffee-Face-Mask:ত্বকের-জেল্লা-নিয়ে-চিন্তায়-পড়েছেন?হাতের-কাছেই-রয়েছে-সমাধান

ত্বকের জেল্লা নিয়ে চিন্তায় পড়েছেন

ত্বকের জেল্লা ধরে রাখতে বাইরে থেকে ফিরে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়াই যথেষ্ট নয় তা জানেন। নেটপ্রভাবীরাও নিত্য দিন নানা রকম ঘরোয়া টোটকা দেন। সম্প্রতি তেমনই একটি টোটকা সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব কম সময়ে মাত্র তিনটি উপাদান দিয়েই নিষ্প্রভ ত্বক ঝলমলে করে তোলার নিদান দিচ্ছেন তাঁরা। টোম্যাটো, কফি এবং চালের গুঁড়ো— এই তিন উপাদানের গুণেই ত্বকের অর্ধেক সমস্যা সমাধান হবে।

কফি:

সকালে কফির গন্ধে ঘুম ভাঙে অনেকের। তবে, এই কফি কিন্তু রূপচর্চার কাজেও ব্যবহার করা যায়। কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকে তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। চোখের তলার ফোলাভাব কমাতেও কফির ভূমিকা রয়েছে। ত্বকের মৃসণ ভাব বজায় রাখতে, ত্বক থেকে পোড়া দাগ তুলতেও সাহায্য করে এই উপাদান।

টোম্যাটো:

টোম্যাটোর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট। ত্বকের নিজস্ব প্রোটিন অর্থাৎ কোলাজেন উৎপাদন করতেও সাহায্য করে। টোম্যাটো প্রকৃতিগত ভাবে অম্ল। তাই তৈলাক্ত ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে সাহায্য করে এই সব্জি।

চালের গুঁড়ো:

রূপচর্চায় চালের গুঁড়োর ব্যবহার শতাব্দীপ্রাচীন। প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে এই উপাদান দারুণ কাজ করে। ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিয়ে র‌্যাশ, ব্রণের সমস্যা থেকেও ত্বককে রক্ষা করে। ওপেন পোরসের সমস্যা থাকলেও তা নিরাময় করে।

কী ভাবে তৈরি করবেন এই স্ক্রাব? ব্যবহার করবেনই বা কী করে?

১) একটি পাত্রে ১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ টোম্যাটোর ক্বাথ এবং ১ টেবিল চামচ চালের গুঁড়ো নিন।

২) এ বার সমস্ত উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিন। ঘন একটি মিশ্রণ তৈরি করুন। চাইলে সামান্য গোলাপ জল ব্যবহার করতে পারেন।

৩) প্রথমে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখে জমা ধুলোবালি, তেল-ময়লা পরিষ্কার হয়ে যাবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

disease-in-summer:-তীব্র-গরমে-বাড়ছে-ইনফ্লুয়েঞ্জা,-নিউমোনিয়া..বাচ্চাদের-সুস্থ-রাখতে-ভরসা-মাস্ক Read Next

disease in summer: তীব্র গরমে বাড়ছে ...