You will be redirected to an external website

Turmeric Cream: শীত আসার আগে চামড়ায় টান পড়ছে? হলুদকে ব্যবহার করতে পারেন ফেস ক্রিম হিসেবে

Turmeric-Cream:-শীত-আসার-আগে-চামড়ায়-টান-পড়ছে?-হলুদকে-ব্যবহার-করতে-পারেন-ফেস-ক্রিম-হিসেবে

রূপচর্চা দুনিয়ায় হলুদ প্রথম সারিতে থাকে

রূপচর্চা দুনিয়ায় হলুদ প্রথম সারিতে থাকে। কাঁচা হলুদ হোক বা গুঁড়ো, এই প্রাকৃতিক উপাদানের সাহায্য নিলে ত্বকের সমস্যা ধারে কাছে ঘেঁষে না। হলুদ ত্বকের প্রদাহ ও সংক্রমণ কমাতে সাহায্য করে।সাধারণত দুধে বা বেসন-দইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে ব্যবহার করা হয়। সর্বোপরি হলুদ গুঁড়ো হোমমেড ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করা হয়। কিন্তু সবসময় ফেসপ্যাক তৈরি করার সময় থাকে না। তখন সকলেই সহজ সমাধানের খোঁজে থাকে।

বঙ্গে শীত পড়তে দেরি রয়েছে। তবে, আবহাওয়ায় শিরশিরানি ভাব এবং শুষ্ক ত্বকের সমস্যা দেখা দিতে শুরু করেছে। ত্বক আর্দ্রতা হারালে সংক্রমণ, প্রদাহ বাড়ে। এক্ষেত্রে হলুদই আপনার ত্বককে সুরক্ষিত রাখতে পারে।শীতের মরশুমে ফেসপ্যাকে হলুদ গুঁড়ো ব্যবহারের বদলে ফেসক্রিম ব্যবহার করুন। হলুদ মেশানো ফেসক্রিম আপনার ত্বকের সমস্যা কমাবে, পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। বাড়িতে ফেসক্রিম বানিয়ে নিলে, রোজ ব্যবহারও করতে পারেন। কিন্তু বাড়িতে কীভাবে ফেসক্রিম বানাবেন, এটাই অনেকের অজানা। তবে, এটা কোনও ঝক্কিও কাজ নয়। সহজ টিপস মেনে বানানো যায় হলুদের ফেসক্রিম।

ক্রিম তৈরির জন্য প্রয়োজন ৫ চামচ জল, ৪ চামচ শিয়া বাটার, ৩ চামচ নারকেল তেল, ১ চামচ বিসওয়্যাক্স, ১ চামচ হলুদের তেল এবং ৭-৮ ফোঁটা লবঙ্গ এসেনশিয়াল অয়েল।বিসওয়্যাক্স, শিয়া বাটা ও নারকেল তেল গলিয়ে নিন। তারপর এতে হলুদের তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। শেষে জল মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তৈরি হলুদের ক্রিম। এই ক্রিম ফ্রিজে সংরক্ষণ করুন। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Chingri-Macher-Paturi:-ভেটকি-নয়-জলের-এই-ছোট-চিংড়ি-দিয়ে-বানিয়ে-নিন-পাতুরি Read Next

Chingri Macher Paturi: ভেটকি নয় জলের এই...